কলকাতা: তিনি শিরোনামে উঠে এসেছিলেন তাঁর বিয়েকে কেন্দ্র করেই। প্রথমে বিয়ে, তারপরে বিচ্ছেদ ও আদালতের টানাপোড়েন। এমনকি হাজতবাসও। আর ফের একবার তাঁর শিরোনামে উঠে আসার কারণও সেই বিয়ে! প্রথমবার বিয়ে করেছিলেন রাখী সবন্ত (Rakhi Sawant)-কে। আর দ্বিতীয়বার, 'বিগ বস ১২' (Big Boss 12)-র প্রতিযোগী সোমি খান (Somi Khan)-কে বিয়ে করলেন আদিল দুর্রানি (Adil Durrani)। 


শাবা খানের বোন সোমি। শোনা যাচ্ছে, উদয়পুরে বিয়ে সেরেছেন তাঁরা। খুব তাড়াতাড়ি মুম্বইতে ফিরেই সংবাদমাধ্যমকে যাবতীয় সাক্ষাৎকার দেবেন তাঁরা, এমনটাই শোনা যাচ্ছে। বিয়ের খবর প্রকাশ্যে আসলেও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খোলেননি আদিল বা সোমি কেউই। ২০২২ সালে বলিউড অভিনেত্রী রাখী সবন্তের (Rakhi Sawant) সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন আদিল। প্রাথমিকভাবে সেই বিয়ের খবর গোপন রাখলেও, কয়েক মাস পরে তা প্রকাশ্যে এনেছিলেন রাখী নিজেই। 


তবে, ভাল কাটেনি রাখী ও আদিলের দাম্পত্য। বিয়ের আগে তাঁদের হাতে হাত রেখে হামেশাই একসঙ্গে দেখা যেত বটে, তবে বিয়ের পরে বদলে যায় ছবিটা। বিয়ের খবর প্রকাশ্যে আসার কিছুদিন পর থেকেই রাখী অভিযোগ করতে থাকেন, আদিল তাঁর ওপর নানারকম অত্যাচার করে। শারীরিক থেকে শুরু করে মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ আদিলের বিরুদ্ধে আনেন রাখী। এখানেই শেষ নয়, অভিনেত্রীর দাবি ছিল, আদিল তাঁর থেকে নিয়মিত মোটা অঙ্কের অর্থ নিতেন। 


রাখীর দাবি ছিল, একাধিকবার তিনি মিটমাট করে নেওয়ার চেষ্টা করেছিলেন আদিলের সঙ্গে, তবে বারে বারে একই ব্যবহার করেছে আদিল। বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে মারধর, গার্হস্থ্য হিংসার মতো অভিযোগ এনে, রাখী মামলা দায়ের করেছিলেন আদিলের বিরুদ্ধে। সেই মামলায়, আদিলকে হাজতবাসও করতে হয়েছিল। 


তবে সেই সমস্ত সমস্যা এখন অতীত। রাখীও নিজের জীবন কাটাচ্ছেন নিজের মতো। বহুদিন তাঁর মুখে শোনা যায়নি আদিলের নাম। বরং তিনি দাবি করেছিলেন, তাঁকে নিয়ে বায়োপিক বানানোর কথা চলছে। তিনি নিজের ভূমিকায় বিদ্যা বালন (Vidya Balan) বা আলিয়া ভট্ট (Alia Bhatt)-এর মতো কোনও অভিনেত্রীকে দেখতে চান। সম্প্রতি অম্বানি পরিবারের বিবাহ নিয়েও মুখ খুলেছিলেন তিনি। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সম্প্রতি মুখে কুলুপ এঁটেছেন। 


আরও পড়ুন: Swastika Ghosh Exclusive: এক সময়ে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়ে শ্যুটিং করতেন, এখন তাঁকে দেখতেই বাড়ির সামনে ভিড়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।