দেখুন কেমন নতুন বছর উদযাপন করলেন শাহিদ কপূর-পত্নী মীরা
পরে, নিজেই হুডি সরিয়ে ঈশান জানান, বৌদির সঙ্গে ঘোরার সময় তিনি সংবাদমাধ্যমকে দেখে মজা করছিলেন। এখানে বলে রাখা দরকার, শীঘ্রই শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ হচ্ছে ঈশানের। ছবির নাম ‘ধড়ক’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযখন তিনি সেই অনুরোধ খারিজ করার জন্য মুখ ঘোরান, তখন তাঁর মুখ এক ঝলকের দেখা মেলে। জানা যায়, ওই ব্যক্তি শাহিদের তুতো ভাই। নাম ঈশান খট্টর।
লিফটে ওঠার সময়, ওই ব্যক্তিকে অনুরোধ করা হয়, মুখ দেখানোর।
অনেক চেষ্টা করেও তাঁর ছবি দেখতে পাওয়া যাচ্ছিল না।
ছবিতে থাকা এই ব্যক্তি হুডি দিয়ে নিজের মুখ ঢাকছিলেন বারবার।
ছবিতে থাকা ব্যক্তিকে দেখা যাচ্ছে, সারাক্ষণ মজা করছেন।
ছবিতে মীরার সঙ্গে আরও দুজনকে দেখা যাচ্ছে।
কালো রঙের ওয়ান-পিস ফ্রকে মীরা দারুন হট দেখাচ্ছে।
মীরার এই ছবি মুম্বইতে তোলা।
ছবিতে আপনারা শহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুতকে দেখতে পাচ্ছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -