ছবিতে দেখুন-বর্ষবরণের আনন্দে মাতলেন রাখী সাবন্ত, সানা খান
এখন রাখীর বয়স ৩৯। রাখী বেশিরভাগ সময়ই শিরোনামে এসেছেন তাঁর নাচ, বিতর্কিত মন্তব্যের জেরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরীতিমতো পর্দায় ঝড় তুলেছে সেইসব আইটেম নম্বর।
অধিকাংশ ছবিতেই রাখীকে আইটেম নম্বরের দেখা গিয়েছে।
এইসব ছবির তালিকায় আছে শাহরুখ খান অভিনীত 'ম্যায় হু না'-ও।
রাখী নয় নয় করে ৩৫টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করে ফেলেছেন।
জানেন কি, ইতিমধ্যে ইনস্টাগ্রামে রাখীর ফলোয়ার সংখ্যা হয়েছে ১ লক্ষ ৮২ হাজার?
ড্রামা ক্যুইন বলেই খ্যাতি তাঁর। রাখী সাবন্ত। নতুন বছর স্বাগত জানিয়ে রাখী পার্টিতে খুশিতে মাতলেন সহ অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে। সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
তবে ছবিগুলিতে নিঃসন্দেহে তাঁকে বেশ হট দেখাচ্ছে।
রাখী নিজের ছবিতে ক্যাপশন দেন না। ফলে বোঝা মুশকিল, তিনি কোথায়, কখন কী করেন।
টিভি-র পরিচিত মুখরাও সামিল হন তাঁর আনন্দে।
ছিলেন সানা খান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -