ছবিতে দেখুন-বর্ষবরণের আনন্দে মাতলেন রাখী সাবন্ত, সানা খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2018 05:47 PM (IST)
1
এখন রাখীর বয়স ৩৯। রাখী বেশিরভাগ সময়ই শিরোনামে এসেছেন তাঁর নাচ, বিতর্কিত মন্তব্যের জেরে।
2
রীতিমতো পর্দায় ঝড় তুলেছে সেইসব আইটেম নম্বর।
3
অধিকাংশ ছবিতেই রাখীকে আইটেম নম্বরের দেখা গিয়েছে।
4
এইসব ছবির তালিকায় আছে শাহরুখ খান অভিনীত 'ম্যায় হু না'-ও।
5
রাখী নয় নয় করে ৩৫টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করে ফেলেছেন।
6
জানেন কি, ইতিমধ্যে ইনস্টাগ্রামে রাখীর ফলোয়ার সংখ্যা হয়েছে ১ লক্ষ ৮২ হাজার?
7
ড্রামা ক্যুইন বলেই খ্যাতি তাঁর। রাখী সাবন্ত। নতুন বছর স্বাগত জানিয়ে রাখী পার্টিতে খুশিতে মাতলেন সহ অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে। সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
8
তবে ছবিগুলিতে নিঃসন্দেহে তাঁকে বেশ হট দেখাচ্ছে।
9
রাখী নিজের ছবিতে ক্যাপশন দেন না। ফলে বোঝা মুশকিল, তিনি কোথায়, কখন কী করেন।
10
টিভি-র পরিচিত মুখরাও সামিল হন তাঁর আনন্দে।
11
ছিলেন সানা খান।