ক্যাটরিনার সঙ্গে জিমে দেখা গেল সলমনের পরিবারের পরবর্তী প্রজন্মকে, কিন্তু ছবিতে ক্যামেরা থেকে লুকিয়ে বসে কে দেখুন
পরে অন্য এক ছবিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল অয়নকে। তবে সেখানে ক্যাটরিনা নেই।
তবে ছবিতে দেখা যাচ্ছে ক্যাটের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন সোহেল পুত্র নির্বান খান, আরবাজ পুত্র আরহান এবং সেলিব্রিটি ফিটনেস ট্রেনার যশমিন কারাচিওয়ালার ছেলে জাহান। কিন্তু সলমন পরিবারের এক সদস্যকে ক্যামেরা থেকে মুখ লুকিয়ে থাকতে দেখা গেল।
সলমন তাঁর পরিবারের পরবর্তী প্রজন্মের ভীষণই ঘনিষ্ঠ।
মালদ্বীপে ছুটি কাটানোর সময় খানদানের পরবর্তী প্রজন্মের সদস্যরা
সম্প্রতি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর অভিনেত্রীকে দেখা গেল জিমে গিয়ে গা ঘামাতে। জিমের পর খান পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে ক্যাট ছবির ক্যাপশন দিয়েছেন দ্য ফিউচার টাইগারস????
একথা প্রত্যেকেরই জানা যে সলমন খানের পরিবারের বিশেষ ঘনিষ্ঠ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেই আগের মতো নেই। এখানে ছবিতে ক্যাটকে দেখা যাচ্ছে সলমনের বোন আলভিরা, অর্পিতা, বন্ধু মিনি মাথুর এবং অন্যদের সঙ্গে। কিন্তু এতো গেল এই প্রজন্মের কথা। ক্যাটরিনা যে খান পরিবারের পরবর্তী প্রজন্মের সঙ্গেও একইরকম ঘনিষ্ঠ সেকথা অনেকেরই জানা ছিল না।
তিনি হলেন অভিনেতা অতুল অগ্নিহোত্রী এবং ভাইজানের বোন আলভিরার ১৭ বছরের পুত্র অয়ন অগ্নিহোত্রী।
আলভিরার সঙ্গে অয়ন
আরবাজ পুত্র আরহানের জন্মদিনে পরিবারের সদস্যরা একসঙ্গে।