মুম্বই: চলতি বছরের শুরুর দিকে নিজেদের বিবাহিত জীবনে ইতি টেনেছেন বলিউড অভিনেতা সোহেল খান (Sohail Khan) এবং তাঁর স্ত্রী সীমা সচদেব (Seema Sachdeh)। ২৪ বছর তাঁরা বিবাহিত জীবনে ছিলেন। বিবাহিত থেকেও যে তাঁরা আলাদা থাকতেন, সে কথা অজানা নয়। তবে, এবার আইনিভাবে আলাদা হয়ে গেলেন। বিবাহবিচ্ছেদের (Divorce) পরই নিজের পদবি থেকে 'খান' ছেঁটে ফেলেছেন সীমা। এবার সলমন খানের ভাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সোহেল খানের স্ত্রী-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সোহেল খানের স্ত্রী সীমা সচদেব। তিনি বলেন, 'আমি যদি সম্পর্কের পতনের মধ্যে আরও ঢুকতে থাকতাম, যেখানে আরও অন্ধকার রয়েছে। তাহলে পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে থাকত। তাই আমি একটা দিক বেছে নিয়েছি। আমার কাছে এই রাস্তাটা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। শুধু আমার নিজের জন্য নয়, সন্তানদের জন্য়, পরিবারের সদস্যদের জন্য, আমার ভাই-বোনদের জন্যও। আপনার বোনকে কিংবা মেয়েকে অধঃপতনের দিকে এগিয়ে যেতে দেখতে নিশ্চয়ই আপনি চাইবেন না। যদি আপনি কোনও একজন ব্যক্তির জন্য অবসাদে ডুবে যেতে থাকেন, তাহলে তা কি ভালো লাগবে দেখতে? তাই আমি এখন আমার জীবনটাকে ইতিবাচক দিক থেকে দেখতে শুরু করেছি। আমার জীবনটা সম্পূর্ণভাবে এখন বদলে গিয়েছে। এবং তা ইতিবাচক পথে। আজ আমি এমন একটা জায়গায় পৌঁছেছি, যেখানে আমি কাউকে পরোয়া করি না। আমার আশেপাশের লোকেরা জানেন আমি কে, আমার বাবা-মা কে, আমার পরিবার কেমন, আমার সন্তান এবং ভাইবোনদের সম্পর্কেও জানেন।'
আরও পড়ুন - India's Laughter Champion: কমেডির জগতে 'পমেডি', নতুন তারকার উদয়
প্রসঙ্গত, 'দ্য ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' নামের শোয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেন সীমা সচদেব। জানান, তাঁর সঙ্গে সোহেল খানের সম্পর্কের টানাপোড়েনে তাঁদের সন্তানরা দুটো বাড়ির মধ্যে পড়ে কত সমস্যায় পড়েছে। 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবির সেট থেকে পরিচয় হয় সীমা এবং সোহেলের। সেখান থেকেই তাঁদের সম্পর্ক শুরু হয়। এবং দুই পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করেন তাঁরা। কিন্তু বিয়ের কিছু বছর পর থেকেই আলাদা থাকতে শুরু করেন সীমা এবং সোহেল। চলতি বছরের শুরুর দিকে তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন।