কলকাতা: দীর্ঘ অপেক্ষার পড়ে অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'শেষের গল্প' (Sesher Golpo)। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), মমতা শঙ্কর (Mamata Shankar) অভিনীত এই ছবির মুক্তি করোনা পরিস্থিতির কারণে আটকে ছিল দীর্ঘদিন। এবার 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'শেষের গল্প'।
শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের না বলা অংশ নিয়ে তৈরি সিনেমা 'শেষের গল্প'। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, রবীন্দ্রনাথ ও অমিত এবং লাবণ্য হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্করের জুটির রসায়ন যে দর্শকদের মন কাড়বে এমনই আশা করা যায়। কেমন হত যদি 'শেষের কবিতা' উপন্যাসের অমিত ও লাবণ্যের আবার দেখা হত বয়সকালে? জীবনের শেষলগ্নে যদি মুখোমুখি হতেন অমিত-লাবণ্য? সেই সাক্ষাৎ এবং তাদের একটি কাল্পনিক পুনর্মিলনের উপর নির্ভর করেই আবর্তিত হয়েছে সিনেমার গল্প। 'শেষের গল্প' ছবির কেন্দ্রবিন্দু একটি বৃদ্ধাশ্রম।
'শেষের গল্প' ছবির প্রেক্ষাপট
গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, বিচ্ছেদের বহু বছর পর 'অমিত রায়' ( সৌমিত্র চট্টোপাধ্যায় ) বন্ধু নরেন্দ্রকে নিয়ে কলকাতার কাছেই একটি বৃদ্ধাশ্রম চালান। গল্পের ফেরে হঠাৎ সেখানে পৌঁছন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা লাবণ্য দত্ত ( মমতা শঙ্কর)। সেখানে আকাশ ও কুহু নামে এক তরুণ দম্পতির সমান্তরাল গল্পের সাথে তাদের প্রেমের দীর্ঘ হারিয়ে যাওয়া অধ্যায়টির ফিরে দেখেন অমিত আর লাবণ্য। কী হবে অদ্ভূত এই সম্পর্কের পরিণতি? সেই গল্পই বলবে 'শেষের গল্প' (Sesher Golpo)।
এই ছবিতে অভিনয় করছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), পল্লবী চট্টোপাধ্যায়, কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়, দুর্গা সাঁতরা, অর্ণ মুখোপাধ্যায়, কল্যাণ চট্টোপাধ্যায় ও প্রদীপ ভট্টাচার্য।' ছবির পরিচালনা করছেন, জিৎ চক্রবর্তী। ছবির সুরের দায়িত্ব সামলেছেন, রাজীব চক্রবর্তী। ছবিতে গান গেয়েছেন, নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty), রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi), সোমলতা আচার্য (Somlata Achariya), অনুপম রায় (Anupam Roy), কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty), লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। ছবির প্রযোজক, জয়দেব সমাদ্দার।