মুম্বই: অনলাইনে মদের অর্ডার দিয়েছিলেন। দেওয়া হয়ে গিয়েছিল টাকাও। কিন্তু বাড়িতে এসে পৌঁছল না মদ। অনলাইটে অর্ডার করে প্রতারণার শিকার বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শাবানা আজমি। সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতার কথা শেয়ার করে সবাইকে সতর্ক করলেন অভিনেত্রী। মুম্বই পুলিশের কাছে ব্য়বস্থা নেওয়ার আর্জিও জানালেন তিনি।
আজ একটি ট্যুইট করে সমস্ত ঘটনার কথা জানান শাবানা আজমি। সংস্থার নাম ট্যুইটারে তিনি লেখেন, ‘আমি এদের কাছে প্রতারিত হয়েছি। মদ অর্ডার করেছিলাম। অগ্রিম দিয়ে দিতে হয়েছিল টাকাও। কিন্তু জিনিসটাই এসে পৌঁছোয়নি। এই ঘটনার পর থেকে সংস্থার কেউ ফোন তুলছে না।’ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি টাকা পাঠিয়েছিলেন ও যে নম্বরে তারপর যোগাযোগ করেছিলেন, সেই সমস্ত তথ্যও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
এর কিছুক্ষণ পর আরও একটি ট্যুইট করে অভিনেত্রী জানিয়েছেন, 'অবশেষে আমি ওই সংস্থার মালিকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। তাঁরা জানিয়েছেন, যাঁরা আমার থেকে টাকা নিয়েছিলেন তাঁদের সঙ্গে ওই সংস্থার কোনওরকম যোগাযোগই নেই।' সেইসঙ্গে শাবানা সাইবার ক্রাইম ও মুম্বই পুলিশটা ট্যাগ করেছেন এই ট্যুইটটি। নামী সংস্থার নাম ভাঁড়িয়ে এই প্রতারণাচক্রের কিনারা করা ও এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন।
শাবানার ট্যুইটের উত্তরে অনেকেই জানিয়েছেন তাঁদের নিজেদের অভিজ্ঞতার কথা। অনেকে লিখেছেন, অনলাইনে এইভাবে নম্বর শেয়ার করে যারা খাবার সরবরাহ করার বিজ্ঞাপন দেয় তার বেশীরভাগই ভুয়ো। অনেকেই পুলিশে অভিযোগ করার কথা জানিয়েছিলেন অভিনেত্রীকে। এমনকি গুগল থেকে পাওয়া বিভিন্ন সংস্থার নম্বরের মধ্যেও রয়েছে অনেক ভুয়ো নম্বর। জনৈক এক ট্যুইটার ব্যবহারকারী আবার লিখেছেন, সম্প্রতি মুম্বইতে মদের অনলাইন ব্যবসার নামে প্রতারণা করা হচ্ছে।
আগামী দিনে ‘Sheer Qorma’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাবানা আজমিকে। তিনি ছাড়াও এই ছবিতে থাকছেন স্বরা ভাস্কর ও দিব্যা দত্ত। তিনজনেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন এই ছবিতে।