মুম্বই: সূদূর ইতালির ফ্লোরেন্সে বসে বসে উপমা খাচ্ছেন তিনি। শেফের প্রশংসা করে টুইটারে নিজের খাবারের প্লেটের ছবি পোস্ট করেন শাবানা আজমি। বলেন, তাঁর চাহিদামত বানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণী এই খাবার। আফশোস, প্লেটে উপমা ছিল না কোত্থাও। যা ছিল তার নাম পোহা।



ব্যস, আর যায় কোথায়। টুইটার দুনিয়া রে রে করে ছুটে আসে শাবানাকে উপমার সঙ্গে পোহার তফাত বোঝাতে। সঙ্গে হাসাহাসি, তীব্র বিদ্রূপ। কেউ মোমো দেখিয়ে বলছেন, ম্যাডাম মিষ্টিটা কেমন হয়েছে, আবার কেউ স্রেফ সাদা ভাত দেখিয়ে বলছেন, কী, এটা গুলাব জামুন তো?











আসল পোহার ছবিও পোস্ট করেছেন একজন।


শাবানা অবশ্য রাগ করেননি একটুও। বুদ্ধির এই ঝলকানি উপভোগ করেছেন তিনি।