ব্যস, আর যায় কোথায়। টুইটার দুনিয়া রে রে করে ছুটে আসে শাবানাকে উপমার সঙ্গে পোহার তফাত বোঝাতে। সঙ্গে হাসাহাসি, তীব্র বিদ্রূপ। কেউ মোমো দেখিয়ে বলছেন, ম্যাডাম মিষ্টিটা কেমন হয়েছে, আবার কেউ স্রেফ সাদা ভাত দেখিয়ে বলছেন, কী, এটা গুলাব জামুন তো?
আসল পোহার ছবিও পোস্ট করেছেন একজন।
শাবানা অবশ্য রাগ করেননি একটুও। বুদ্ধির এই ঝলকানি উপভোগ করেছেন তিনি।