কলকাতা: বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির (Shabana Azmi)-র নাম করে প্রতারণার অভিযোগ। তাঁর পরিচিত ও বন্ধুদের কাছে নাকি তাঁর নাম দিয়ে বার্তা ও ফোন যাচ্ছে। সেখানে অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারে কেনাকাটা করার জন্য আবেদন করা হচ্ছে। অভিনেত্রী এই কাজটি একটি 'ধূর্ত প্রতারণা'-র ফাঁদ হিসেবেই দেখছেন। ফলে বিষয়টা নিয়ে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও  । 

Continues below advertisement

সম্প্রতি নিজের ট্যুইটার (যা বর্তমানে এক্স নামে পরিচিত) থেকে একটি বিশদ নোটিশ শেয়ার করে নেন শাবানা। সেখানে জানানো হয়, তাঁর পরিচিত, বন্ধু এমনকি টিমের অনেকের কাছেই তাঁর নাম করে বিভিন্ন বার্তা যাচ্ছে। সেখানে অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারে কেনাকাটা করার জন্য আবেদন করা হচ্ছে। অভিনেত্রী এই কাজটি একটি 'ধূর্ত প্রতারণা'-র ফাঁদ হিসেবেই বর্ণনা করেছেন। সাবধান করেছেন, এই ফাঁদে পা দিলে আর্থিক প্রতারণাও হতে পারে। যে নম্বর থেকে এই ফোন বা বার্তা আসছে, সেগুলিও প্রকাশ্যে এনেছেন তিনি। সেগুলি হল +66987577041 ও +998917811675। এই দুটি নম্বরের বিরুদ্ধে সাইবার সেলেও অভিযোগ জানিয়েছেন শাবানা। নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপও। এছাড়াও আইনি পরামর্শ নিয়েছেন অভিনেত্রী। তবে বন্ধু ও পরিচিতদের সাবধান করে দিতে চান তিনি। 

প্রসঙ্গত, সদ্য কর্ণ জোহরের (Karan Johar)-এর ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহানি' (Rocky Our Rani Ki Prem Kahani) -তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবানা। আলিয়ার ঠাকুমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর সমীকরণ ছিল এই ছবির অন্যতম ইউএসপি। 

Continues below advertisement

এই ছবিতে ছিল ধর্মেন্দ্রর সঙ্গে শাবানার একটি চুম্বনের দৃশ্য। শাবানা আজমি শেয়ার করে নিয়েছিলেন, এই চুম্বনের দৃশ্য দেখে ঠিক কী প্রতিক্রিয়া ছিল স্বামী জাভেদ আখতারের (Javed Akhtar)? শাবানা জানিয়েছিলেন, এই দৃশ্য থেকে নাকি হাততালি আর উচ্ছ্বাস থামাতে পারছিলেন না জাভেদ। হাততালি ছাড়াও, তিনি সিটিও দিয়ে ফেলেছিলেন এই দৃশ্য দেখে। আর তাতে নাকি, বেজায় অপ্রস্তুত হয়েছিলেন শাবানা। 

 

আরও পড়ুন: Jawan: একাধিক দৃশ্যে কাঁচি, সংলাপ বদল করে U/A সার্টিফিকেট পেল শাহরুখের 'জওয়ান'