মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘রইস’। বলিউডের নিয়ম মেনে তাঁর বেস্ট ফ্রেন্ড কর্ণ জোহর একটুও দেরি না করে টুইটারে ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। জবাব দিয়েছেন শাহরুখও।

দেখুন, তাঁদের টুইটার কথোপকথন











কর্ণ জানিয়েছেন, কুছ কুছ হোতা হ্যায়-এর সেই বিখ্যাত বাস্কেটবল খেলার দৃশ্য শাহরুখ নিজেই পরিচালনা করেছিলেন। তাঁর টুইট