কলকাতা: সোশ্যাল মিডিয়ায় 'আস্ক এসআরকে' (AskSRK) সেশন মানেই তৈরি হয় কত অজানা গল্প। অনুরাগীদের স্বপ্ন মিশে থাকে যেন এই সিজনে। যে সমস্ত অনুরাগীর কথার উত্তর শাহরুখ দেন... তাতে মিশে থাকে বুদ্ধিমত্তা। কখনও মজা, কখনও স্নেহ, কখনও আবার এক্কেবারে সঠিক উত্তর... শাহরুখ খান (Shah Rukh Khan) যেন সবেতেই পিকচার পারফেক্ট। তবে শাহরুখের এই 'আস্ক এসআরকে' সিজনের আড়ালে থাকেন কে?
প্রত্যেক তারকারই একটি করে সোশ্যাল মিডিয়া টিম থাকে। এই টিমের মূলত কাজ হল সেই তারকার সোশ্যাল মিডিয়ায় কখন কী ছবি বা লেখা বা অন্যান্য জিনিস পোস্ট হবে সেই দিকটা দেখা। টলিউড থেকে বলিউড, হলিউড.. সমস্ত তারকাদের ক্ষেত্রেই এই প্রথা বজায় রয়েছে। তাহলে শাহরুখ যে 'আস্ক এসআরকে' (Ask SRK) সিজনের আয়োজন করেন, তার পিছনেও কি থাকে তাঁর সোশ্যাল টিম? শাহরুখ নয়, আসলে ওই বুদ্ধিদীপ্ত উত্তরের পিছনে থাকেন অন্য কেউ?
সম্প্রতি অনুরাগীদের এই কৌতুহল নিরসন করেছেন শাহরুখ খান খোদ। তিনি সদ্য একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে এনেছেন, আসলে কে 'আস্ক এসআরকে'-র উত্তরগুলো দেন? সেখানে শাহরুখ জানিয়েছেন, তাঁর ,সোশ্যাল মিডিয়ার অন্যান্য বা প্রচার সংক্রান্ত পোস্ট তাঁর টিমের তরফ থেকে করা হলেও, 'আস্ক এসআরকে'-র উত্তর দেন শাহরুখ নিজে।
কিং খান আরও জানান, অনুরাগীরা মনে করেন, তাঁরা শাহরুখকেই প্রশ্ন করছেন, তাঁর টিমকে নয়। আর তাই, ব্যক্তিগত ছোঁয়া রাখার জন্য শাহরুখ নিজেই যাবতীয় প্রশ্ন বাছেন, পড়েন ও নিজের মতো উত্তর দেন। প্রত্যেক উত্তরে যে বুদ্ধিমত্তা প্রকাশ পায়, তার পিছনে রয়েছেন খোদ কিং খানই। তাঁর প্রত্যেকটা কথা জানিয়ে যায়... কেন তিনি বলিউডের বাদশা!
সামনেই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ডাঙ্কি। এই ছবির প্রচার নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন তিনি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পান্নু (Tapsee Pannu), ভিকি কৌশল (Vicky Kaushal), বোমান ইরানি (Boman Irani) ও অন্যান্যরা। ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'ডাঙ্কি' ভালবাসা ও বন্ধুত্বের গল্প বলবে যা একেবারে ভিন্ন নেপথ্য কাহিনি সম্পন্ন পাঁচজনকে এক সুতোয় গেঁথে ফেলবে। ২২ ডিসেম্বর, বড়দিনের মেজাজে এই ছবি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 'ডাঙ্কি ড্রপ ১' অর্থাৎ প্রথম টিজার মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: Alia on Raha's Birthday: রঙিন কেক, ফুল... রাহার জন্মদিনে আলিয়া মনে করলেন বিশেষ এক 'সুর'