কলকাতা: তিনি ভুলে যাননি শিকড়ের টান। আকাশকে ছুঁয়ে ফেলেও তিনি যেন মাটির কাছাকাছি। তাঁরও মনখারাপ হয়, তিনিও আবেগপ্রবণ হন আর পাঁচজন সাধারণ মানুষের মতোই। শাহরুখ খান (Shah Rukh Khan)। সম্প্রতি একটা সাংবাদিক সম্মেলনে এসে আবেগে ভাসলেন কিং খান (King Khan)। দেখালেন, কী রয়েছে তাঁর গলার লকেটে।
খুব অল্পবয়সে বাবা-মাকে হারিয়েছেন শাহরুখ। খ্যাতির জন্য তাঁর লড়াইকে যাঁরা কাছ থেকে দেখেছেন, সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন, কঠিন ছিল না শাহরুখের সফরটা। সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু শাহরুখ এখনও যেন এক মুহূর্তের জন্যও ভুলতে পারেন না নিজের বাবা-মাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে, নিজের গলার লকেট নিয়ে অনুরাগীদের একটা অদ্ভূত তথ্য দিলেন শাহরুখ। ক্যামেরার সামনেই তিনি নিজের গলার বইয়ের মতো লকেটটি খুলে মেলে ধরলেন। সেখানে রয়েছে তাঁর বাবা ও মায়ের ছবি। অনুরাগীরা শাহরুখের এই সাধারণ অথচ আবেগঘন কাজে অবাক, আবেগ আপ্লুত। শাহরুখের 'রইস' ছবিতেও তাঁর গলায় ছিল এই লকেটটি।
সম্প্রতি শাহরুখকে নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। সদ্য মুক্তি পেল, 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' (Sirf Ek Bandaa Kaafi Hai)। আর সেই ছবির সাক্ষাৎকারে এসেই মনোজের মুখে শাহরুখের প্রশংসা। তিনি বলছেন, 'শাহরুখকে বর্তমান অবস্থায় দেখে, সাফল্য পেতে দেখে আমার ভীষণ আনন্দ হয়। ও নিজের নিজের পৃথিবীটা তৈরি করেছে। মাত্র ২৬ বছর বয়সে, নিজের পরিবার থেকে শুরু করে সমস্ত হারিয়েছিলেন শাহরুখ। কিন্তু সেই পর্যায় থেকে ও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। শাহরুখ যে সুখ্যাতি, যশ অর্জন করেছে, ও তারই যোগ্য।'
এখানেই শেষ করেননি মনোজ। তিনি আরও বলেছিলেন, ' আমি শাহরুখের সেই সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন, যে ওকে কষ্ট করতে দেখেছি। আর ঠিক সেই কারণেই, ওকে শ্রদ্ধা করি আমি। শাহরুখের সাফল্য নিয়ে আমার কোনও তিক্ততা নেি, খারাপ লাগা নেই। বরং শাহরুখকে নিয়ে আমার গর্বই হয়।' প্রসঙ্গত, 'বীর-জ়ারা' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও মনোজকে।
আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?
আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা