একসঙ্গে কাজ করতে রাজি হলেন না শাহরুখ, ঐশ্বর্যা! কিন্তু কেন?
শাহরুখ ও ঐশ্বর্যা যাই চান না কেন, তাঁদের অগনিত অনুগামীরা চান, এই জুটি খুব শীঘ্রই ফের পর্দায় ফিরে আসুক। সব ছবি মানহ মঙ্গলানী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএটা নয়, যে এই দুই তারকা আর কোনওদিন একসঙ্গে কাজ করবেন না। সূত্রের মতে, দুজনই ফের পর্দায় জুটি বাঁধতে চান। তবে স্ক্রিপ্ট ভাল হলে তবেই।
এখানে বলে রাখা দরকার, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির পর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন শাহরুখ-ঐশ্বর্যা। কিন্তু, সবকটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তাঁরা।
কিন্তু, একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি দুজনকে ফের একসঙ্গে একটি ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, দুজনই তা প্রত্যাখ্যান করে।
গত বছর মুক্তি পাওয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শাহরুখ-ঐশ্বর্যা জুটিকে দেখে ভীষণই পছন্দ করেন দর্শকরা।
এরপর ২০০২ সালে মুক্তি পাওয়া ছবি ‘দেবদাস’ এই জুটির অন্যতম হিট ছবি। এই ছবিটি পাঁচটি জাতীয় পুরস্কার সমেত বহু পুরস্কার জিতেছিল।
প্রসঙ্গত, শাহরুখ এবং ঐশ্বর্যাকে একসঙ্গে ‘মোহব্বতেঁ’ ছবিতে দেখা যায়। সেই সময় এই জুটিকে ভীষণই পছন্দ হয়েছিল দর্শকদের।
সেখানে তাঁরা একসঙ্গে পোজও দেন। যা প্রায় সবকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
সম্প্রতি, একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেড কার্পেটে একসঙ্গে দেখা যায় দুজনকে।
যখনই শাহরুখ খান ও ঐশ্বর্যা রাই বচ্চন একসঙ্গে পর্দায় এসেছেন, তখনই কোনও না কোনও ভাল ছবি উপহার দিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -