কলকাতা: 'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব..'। তাঁর এই কথাটার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ল তিলোত্তমা। কিন্তু এই প্রথমবার নয়, এভিতে তাঁর সংলাপ, এমনকি যখনই তাঁর নাম ঘোষণা করা হয়েছে, দর্শকাসন ফেটে পড়েছে হাততালিতে, চিৎকারে। শাহরুখ খান (Shah Rukh Khan)। তিনি মানেই ম্যাজিক.. যাদু।                                                 


আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)-র মঞ্চে ছিলেন শাহরুখ খান। তাঁর এভিতেও ছিল আগামী ছবি 'পাঠান' (Pathaan)-এর সংলাপ। আর মঞ্চে ওঠার পরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, 'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব। এই বছর আমার সঙ্গে রানি (মুখোপাধ্যায়) এসেছে। তাই ওকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি। যদি আমি ভাল বলি তবে আমার প্রশংসা করবেন। আর যদি খারাপ বলি, তাহলে রানির দোষ।'                                                                                                                                                                       


এরপরেই ভাঙা ভাঙা বাংলায় শাহরুখ বলে চললেন, 'সবাইকে এই মঞ্চে দেখে খুব ভাল লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি'। এরপর একে একে মঞ্চে উপস্থিত সবার নাম নিয়েই সবাইকে উষ্ণতা, অভ্যর্থনায় ভরিয়ে দেন শাহরুখ। কিন্তু শেষে বলেন, তিনি সবচেয়ে খুশি দর্শকদের দেখে।                                                                                                   


আরও পড়ুন: KIFF 2022: আমি যে খেলাটা খেলেছি তাতে সেঞ্চুরি মহাগুরুত্বপূর্ণ, অমিতাভের শতায়ু প্রার্থনা করে বললেন সৌরভ


৩ বছর কলকাতায় আসতে পারেননি তিনি। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে শাহরুখ মনে করিয়ে দেন, কলকাতার মতো উষ্ণ অভ্যর্থনা হয়তো খুব কম জায়গাতেই পাওয়া যায়। শাহরুখের বক্তব্যে উঠে আসে সিনেমার বিস্তৃতির কথা, সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে নেতিবাচক প্রচার, তার ফলে ছবির ক্ষতি হওয়ার কথাও। সিনেমার মঞ্চ থেকে সিনেমার হাত ধরেই এক হওয়ার বার্তা শোনা গেল কিং খানের গলায়।                                                                                                                                                                             


শুধু অভিনেতা অভিনেত্রী নন, শাহরুখ ধন্যবাদ জানান ছবির সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষকে যাঁরা পর্দার পিছনে থেকে একজন তারকাকে তারকা হতে সাহায্য় করেন। শেষে 'পাঠান'-এর সংলাপ আর তারপর শাহরুখ বলেন, 'পৃথিবী যা খুশি করে নিক, আমি, আপনি আর সমস্ত ইতিবাচক মানুষেরা এই মুহূ্র্তে বেঁচে রয়েছেন। এর চেয়ে বড় সত্যি আর কিছু হয় না।'                                             


সিনেমা ছুঁয়ে জীবন.. মঞ্চ থেকেই তিলোত্তমার প্রত্যেক মানুষটে ছুঁয়ে গেলেন কিং খান।