মুম্বই: ৩১ বছরের সফর নেহাত সহজ ছিল না। যেমন দু-হাত ভরে পেয়েছেন সাফল্য, তেমনই দেখতে হয়েছে ব্যর্থতাও। এমন করেই পায়ে পায়ে ৩১ বছর। রবিবার বলিউডে ৩১ বছর পূর্ণ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর এই উপলক্ষ্যেই ট্যুইটারে ফের 'আস্ক এসআরকে' (Ask SRK)-র আয়োজন করেছিলেন শাহরুখ। আর এই খেলা মানেই তো তৈরি হয় মজার সমস্ত গল্প। যেমন শাহরুখ ভাগ করে নিলেন নিজের অভিজ্ঞতা, তেমনই দিলেন মজার সব উত্তরও। 


৫৭ বছরের এই অভিনেতা রবিবার ট্যুইট করেন, 'হঠাৎ উপলদ্ধি করলাম, আজ থেকে ৩১ বছর আগে, আজকের দিনে দিওয়ানা (Deewana) ছবিটি রুপোলি পর্দায় মুক্তি পেয়েছিল। এই সফরের বেশিরভাগটাই সুন্দর। সবাইকে ধন্যবাদ, আর এই উপলক্ষ্যে আমরা কি একটা 'আস্ক এসআরকে' করতে পারি?


 






শাহরুখকে সরাসরি প্রশ্ন করার এমন সুযোগ অনুরাগীরা হাতছাড়া করেন না কখোনোই। মুহূর্তের মধ্যেই কিং খানের ট্যুইটারের দেওয়াল ভেসে যায় প্রশ্নে। তার মধ্যে থেকেই কিছু প্রশ্ন বেছে নিয়ে উত্তর দেন এসআরকে। অন্যথা হল না এদিনও। শাহরুখের মজার উত্তর নজর কাড়ল সবার।


এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেছিলেন, ৩১ বছরে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কী? উত্তরে শাহরুখ বলেন, '৩১ বছর ধরে মানুষকে বিনোদন উপহার দেওয়া.. ব্যাস এটুকুই'। এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেছিলেন, 'আপনি কীভাবে জীবনের এত বড় সব সিদ্ধান্ত নেন? আমি তো কোন পিৎজা অর্ডার করব সেটা বুঝতেই পারি না।' এর উত্তরে শাহরুখ লেখেন, 'আমারও এমনই অবস্থা। জীবনে তুমি কী অর্ডার করছো সেটা বিষয় নয়। সেটা তুমি পাবে সেটাই খাও এবং উপভোগ করো।'


এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেছিলেন, তিনি তাঁর অবসর সময়ে কী করেন? উত্তরে শাহরুখ লেখেন, 'আমার কোনও এক ছেলে বা মেয়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি এবং শেষমেষ লুডো খেলে সময়টা কেটে যায়।' এক অনুরাগী শাহরুখের একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'এত ঝলমলে ত্বক, এত ঘন চুলের রহস্য কী?' উত্তরে শাহরুখ লেখেন, 'ভালবাসার বৃষ্টিতে স্নান করতে হবে।'


আরও পড়ুন: Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial