মুম্বই:  বলিউড বাদশা শাহরুখ খান তাঁর ৫৩ বছরের জন্মদিন খুবই সাধারণ ভাবে পালন করলেন। স্ত্রী, পরিবারের সঙ্গেই মূলত জন্মদিনটি কাটালেন শাহরুখ।

গৌরীকে কেক খাইয়ে জন্মদিন কাটালেন বাজিগর। তারপর খুদে সঙ্গীদের সঙ্গে খেলায় মাতেন শাহরুখ। তার আগে অবশ্য মন্নতের বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করে যান কিং খান।