তিরুবনন্তপুরম:অবশেষে প্রাক্তনের ভবিষ্যত নিয়ে জল্পনার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তিনি সাফ জানিয়ে দিলেন, তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তকে জায়গা করে দিতেই আসন্ন দুটি টি ২০ সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি। একইসঙ্গে কোহলি জানিয়েছেন, প্রাক্তন অধিনায়ক ভারতের একদিনের দলের অপরিহার্য অঙ্গ।
গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একদিনের সিরিজ জিতে কোহলি বলেছেন, এই বিষয়টি নির্বাচকরা আগেই স্পষ্ট করে দিয়েছেন।
কোহলি বলেছেন, ধোনির সঙ্গে সবার প্রথমে কথা হয়েছে..তাই বিষয়টি নিয়ে আমার আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যা ঘটেছে, তা নির্বাচকরা স্পষ্ট করে দিয়েছেন।
কোহলি আরও বলেছেন, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু বেশিই জল্পনা শুরু হয়েছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে, ব্যাপারটা সে রকম না। ধোনি এখনও দলের অপরিহার্য অঙ্গ। তিনি মনে করেন যে, টি ২০ ফর্ম্যাটে ঋষভের মতো একজনের বেশি সুযোগ পাওয়া উচিত।
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের দলে নেই ধোনি। ভারতের মাটিতে নীল জার্সিতে টি ২০ ও একদিনের ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আর নাও দেখা যেতে পারে, এমনও একটা সম্ভবনা তৈরি হয়েছে।
কোহলি বলেছেন, একদিনের ক্রিকেট ধোনি নিয়মিত খেলছেন। তিনি শুধু তরুণদের উঠে আসতে সাহায্য করছেন।লোকে যা ভাবছে বা ছড়িয়ে বেড়াচ্ছে, তা যে একেবারেই ঠিক নয়, সেই নিশ্চয়তা দিতে পারি আমি।’’ বিশ্বকাপের আগে যে ধোনি অবসর নেবেন না, এমন ইঙ্গিতও এভাবে কোহলি দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে চার নম্বরে অম্বাতি রায়ডু নির্ভরতা দেওয়ায় খুশি অধিনায়ক।একইসঙ্গে তরুণ পেসার খলিল আহমেদের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট কোহলি।
তিনি বলেছেন, বেশ কিছুদিন ধরে এই দুটি বিষয়ের সমাধান খোঁজার চেষ্টা হচ্ছিল। ভূবি ও বুমরার ব্যাক আপ হিসেবে একজন উইকেট নেবে, সঠিক জায়গায় বল করবে-এমন কথা ভাবা হচ্ছিল। বাঁহাতি কোনও পেসার থাকলে আক্রমণে বৈচিত্র্য আসে। খলিল এক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করেছে। রায়ডুও সুযোগ কাজে লাগিয়েছে এবং পরিণত ব্যাটিং করেছে।