চেন্নাই: শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি 'জওয়ান' (Jawan) প্রেক্ষাগৃহে আসার জন্য একেবারে তৈরি। তার আগে চেন্নাইয়ে 'প্রি-রিলিজ' ইভেন্টের (Pre Release Event) আয়োজন করা হয়। নির্মাতারা এই ইভেন্টের আয়োজন করেন চেন্নাইয়ের (Chennai) 'শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজ'-এ। সেখানেই জানা গেল কিং খানের তামিল যোগের কথাও।
চেন্নাইয়ে প্রি-রিলিজ অনুষ্ঠানে টিম 'জওয়ান'
বুধবার চেন্নাইয়ে 'জওয়ান' ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হন কিং খান। সঙ্গী অবশ্যই পরিচালক অ্যাটলি ও ছবির অন্যান্যরাও। হাততালি, উচ্ছ্বাস, আলোর রোশনাই, গান বাজনার মাধ্যমে দক্ষিণী দর্শকের মন জয় করে এসেছেন বলিউডের কিং। ছবির একাধিক গানে মঞ্চে পারফর্ম করেন এদিন শাহরুখ। বলাই বাহুল্য দর্শক তখন 'ক্লাউড নাইন'-এ।
দর্শকের সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ খান বলেন, 'আমি কৃতজ্ঞ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তামিল ছবি খুব ভালবাসি। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে শ্রেষ্ঠ ছবি তামিলেই তৈরি হয়।'
তবে এখানেই শেষ নয়, কিং খান যে তামিল খাবারেরও ভক্ত তা জানাতেও ভোলেননি। তিনি বলেন, 'তামিলনাড়ুতে খাবার খাওয়ার অভিজ্ঞতা দারুণ, আমার সিক্স প্যাকস হারিয়ে গিয়ে আবার ফেরত চলে এল। তামিলনাড়ুর খাবারের মধ্যে অনেক রকমের খাবার খুঁজে পেয়েছি আমি।'
ছবির পরিচালক অ্যাটলি বলেন, 'পরিচালক শঙ্করের সঙ্গে 'এন্থিরন'-এর কাজে আমি মুম্বই ছিলাম। আমার বন্ধু আমাকে জানান যে আমরা এসআরকের বাড়ির সামনে শ্যুট করছি। ওই গেটের সামনে একটা ছবি তোলার অনুরোধ জানায় সে। এর ১৩ বছর পর, ওই একই দরজা খুলল, এবং কিং খান স্বয়ং বললেন, 'স্বাগতম অ্যাটলি স্যার'। তো ওই কথাটা একেবারে সত্যি। যদি আপনি মহিলাদের সম্মান দেন তাহলে জীবনে ভাল জিনিস ঘটবেই।' কেরলেন জনপ্রিয় পার্বণ ওনাম চলছে এখন। সেই কারণে এদিনের অনুষ্ঠানে লেডি সুপারস্টার নয়নতারা যোগ দিতে পারেননি, তিনি রয়েছেন কেরলেই।
ছবির প্রযোজক গোকুলম গোপালান বলেন, 'এই ছবিটা বানাতে পেরে আমরা আপ্লুত কারণ এতে রয়েছেন তারকা অভিনেতা, এসআরকে, সেই সঙ্গে কেরলের তারকা দক্ষিণ ভারতীয় অভিনেত্রী, নয়নতারা। এছাড়া ট্যালেন্টেড পরিচালক অ্যাটলির তৈরি ছবি। আমি সত্যিই অভিভূত যে তামিলনাড়ু সবদিক দিয়ে প্রসার লাভ করছে। আমাদের তামিল ছবি এবার বলিউডে প্রবেশ করছে এবং খুব শীঘ্রই হলিউডেও পা রাখবে। এই ছবি নিশ্চিতভাবে বক্স অফিসে ঝড় তুলবে।'
আরও পড়ুন: SRK and Suhana: কিং খানের 'প্রিয় স্থান'-এ স্বচ্ছন্দে সুহানা, মেয়ের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
এদিনের অনুষ্ঠান নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছিল চরমে। সংবাদ সংস্থা এএনআইকে এক অনুরাগী বলেন, 'ওঁর দিকে তাকিয়ে আমরা হাঁ হয়ে গিয়েছিলাম। আমরা এখানে শাহরুখ খানকে দেখতে এসেছিলাম।' ৩১ অগাস্ট মুক্তি পাবে 'জওয়ান' ছবির ট্রেলার। রাত ৯টায় বুর্জ খলিফায় প্রদর্শিত হবে ট্রেলার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন