মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাসের পারদ যে ক্রমশ চড়ছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই। কিং খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জিরো' (Zero) ছবিতে। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। আগামী বছর তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। তার অপেক্ষায় দর্শকেরা। তবে, শুধু মুখ্য চরিত্রতেই দেখা যাবে না শাহরুখ খানকে। এছাড়াও বেশ কিছু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। যেমন সলমন খানের 'টাইগার থ্রি'। এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। সম্প্রতি নেট মাধ্যমে কিং খানের আরও একটি ছবি ফাঁস হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, সেটি নাকি রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবিতে তাঁর লুক। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত।


'ব্রহ্মাস্ত্র' ছবিতে শাহরুখ খানের লুক ভাইরাল-


সম্প্রতি শাহরুখ খানের ফ্যান পেজের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে নেট মাধ্যমে। যেখানে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে কিং খানকে। একটি ছবিতে তিনি একেবারে স্বমহিমায়। দু হাত দুদিকে ছড়িয়ে এক হাঁটু মুড়ে বসে রয়েছেন শাহরুখ। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, এটি 'ব্রহ্মাস্ত্র' ছবিরই শাহরুখের লুক। ভগবান হনুমানের থেকেই অনুপ্রাণিত হয়ে এই লুক তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।



পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'কে ঘিরে প্রত্যাশা বাড়ছে অনুরাগীদের। ইতিমধ্যেই এই ছবিতে রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের লুক প্রকাশ্যে এসেছে। মুক্তি পেয়েছে ছবির ট্রেলারও। কিছুদিন আগেই মুক্তি পায় ছবির গান। এছাড়াও এই ছবিতে বলিউডের বেশ কিছু তারকাকে ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে বলে জানা যাচ্ছে। শাহরুখ খানের পাশাপাশি দীপিকা পাডুকোনও থাকতে পারেন এই ছবিতে ক্যামিও চরিত্রে। অভিনেত্রীর সেই লুকও কিছুদিন আগেই প্রকাশ্যে আসে। 


আরও পড়ুন - Laal Singh Chaddha: প্রত্যাশামতো কি প্রথমদিন ব্যবসা করতে পারল আমির খানের 'লাল সিং চাড্ডা'?


প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে 'ব্রহ্মাস্ত্র' ছবিটি তৈরি করছেন অয়ন মুখোপাধ্যায়। জানা যায়, এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল রণবীর কপূর ও আলিয়া ভট্টের সম্পর্ক। বাস্তব জীবনে জুটি বাঁধলেও পর্দায় এখনও পর্যন্ত একসঙ্গে দেখা যায়নি রণবীর - আলিয়াকে। 'ব্রহ্মাস্ত্র'তেই প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা যাবে। তাই দর্শকেরাও অপেক্ষায় রয়েছেন দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য। চলতি বছর শেষের দিকে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।