নয়াদিল্লি: বলিউডের 'বেতাজ' বাদশাহ (Bollywood Badshah) শাহরুখ খান (Shah Rukh Khan)। দীর্ঘ চার বছর পর তিনি ফিরেছেন বড়পর্দায় (Big Screen)। তাঁকে ঘিরে আলোচনা চিরকালই থাকে তুঙ্গে। তাঁর সাম্প্রতিক ছবি 'পাঠান' (Pathaan) তাঁকে ফের নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবির দুর্দান্ত ব্যবসা ও অনুরাগীদের উচ্ছ্বাসের মাঝেই ভাইরাল হয়েছে কিং খানের একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে নিজের ফ্যান ফলোয়িং, বিপুল জনপ্রিয়তা থেকে শুরু করে জানিয়েছিলেন কনট্র্যাক্টে থাকা বিশেষ শর্ত সম্পর্কেও। কী সেগুলি?


কিং খানের ছবির কনট্র্যাক্টের বিশেষ শর্তাবলী


সম্প্রতি ভাইরাল হয়েছে প্রায় বছর তিনেক আগে পোস্ট হওয়া একটি সাক্ষাৎকার। অনুষ্ঠানের নাম 'ফ্রাইডে নাইট উইথ জোনাথন রস'। যেখানে ইংরেজ সঞ্চালক জোনাথন রসের সামনে বসে সাক্ষাৎকার দিতে দেখা যায় কিং খানকে। বিদেশের মাটিতেও তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস আর বাঁধভাঙা হাততালির আওয়াজেই বোঝা যায় শাহরুখের বিশ্বজনীন খ্যাতি ও ব্যপ্তি।


সেই সাক্ষাৎকারে কিং খান জানান তাঁর প্রত্যেকটা ছবির কনট্র্যাক্টে কী কী শর্তাবলী দেওয়াই থাকে। ওই সাক্ষাৎকারে সঞ্চালক বলেন শাহরুখের একাধিক ছবিতে কোনও সাহসী দৃশ্য, নগ্নতা বা চুম্বন দৃশ্য থাকে না। তিনি শাহরুখকে জিজ্ঞেস করেন এটা কি সেন্সরশিপের কারণে, কোনও ব্যক্তিগত কারণে নাকি অন্য কোনও কারণে? শাহরুখ খান বলেন, 'না, আসলে, আমাদের সিনেমাগুলি ছোটখাটো ক্যাবারে ভ্যারাইটির হয়, আমরা বাড়ির ৯০ বছরের বৃদ্ধা থেকে ৯ বছরের শিশু সকলের জন্য ছবি বানাই। তাই আমরা সবই রাখি। তবে এখন ছবিতে অনেক চুম্বন ও সাহসী দৃশ্য থাকে। ব্যক্তিগতভাবে বড়পর্দায় চুম্বনদৃশ্যে আমার অস্বস্তি হয়, তাই আমি করি না। আমার চুক্তিতে (contract) তাই লেখাই থাকে কোনও চুম্বন দৃশ্য (no kissing) ও কোনও ঘোড়সওয়ারির (no horse riding) দৃশ্য যেন না থাকে।'


 



কিন্তু এত বড় মাপের অভিনেতা, চুম্বন দৃশ্যে অস্বস্তি কীসের? কিং খান বলেন, 'আমার একটু অস্বস্তি হয়। আমি জানি না।' তাঁর কথায় উঠে আসে, সেটে অজস্র মানুষের মাঝে নকল চুম্বন হলেও তাঁর অস্বস্তি হয়, কারণ সেটে কোনও ব্যক্তিগত মুহূর্ত পাওয়া যায় না। প্রতিবারের মতো এখানেও বুদ্ধিমত্তার পরিচয় মেলে তাঁর উত্তরে। তিনি বলেন, 'টেলিভিশনে ঠিক আছে, আমি টেলিভিশনে চুম্বন করি।'


আরও পড়ুন: Sidharth Kiara Marriage: প্রেমপর্বের স্বপ্নিল পরিণতি, প্রকাশ্যে সিড-কিয়ারার বিয়ের প্রথম ভিডিও


উল্লেখ্য, প্রেক্ষাগৃহে চলছে 'পাঠান'। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'পাঠান'-এর বক্স অফিস কালেকশন পোস্ট করেছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। ১৬ দিনে এই ছবি বিশ্বজুড়ে ৮৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। তাদের পোস্ট অনুযায়ী, চলচ্চিত্র জগতে 'পাঠান'ই সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবি। শুধু হিন্দিতেই নয়, এই ছবি মুক্তি পেয়েছে তামিল ও তেলুগুতেও।