প্রসেনজিৎ সাহা, আগরতলা : উপলক্ষ্য় ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ( Tripura Assembly Election )  প্রচার। ঠিক তিন দিন আগেই  একই দিনে সভা করেন বাংলার তিন হেভিওয়েট- মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) , অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) ও শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। সবার বক্তব্য়েই বারবার উঠে আসে  বাংলার ( West Bengal )  প্রসঙ্গ। ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে লাগাতার কেন্দ্রের বিজেপি সরকারকে লক্ষ করে ঝাঁঝালো আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই কথারই অনুরণন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। 


শুক্রবার ত্রিপুরায় জনসভা করবেন অভিষেক। মঞ্চ প্রস্তুত। ত্রিপুরায় যাওয়ার আগে দলনেত্রীর সুরে সুর মিলিয়েই বললেন, 'ত্রিপুরার মানুষ পরিবর্তন চায়'। সেই সঙ্গে যুগপৎ আক্রমণ করলেন বাম ও বিজেপিকে। বললেন, '২৫ বছরের বাম অপাশাসন ঘটিয়ে ডবল ইঞ্জিনের ভাঁওতায় পা দিয়েছিল ত্রিপুরার মানুষ'। তিনি বলেন, ' গত ৪ বছরে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। হঠাৎ করে সভার জায়গা পরিবর্তন করে দেওয়া হয়েছে। গাড়ি ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে যাতে সভায় যেতে গাড়ি না দেয়। সিপিএম আমলেও এক জঘন্য পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু তার থেকেও ক্ষতি গত ৫ বছরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার করেছে। ' 

আরও পড়ুন :


 'ভ্যালেন্টাইনস ডে-তে শুভেন্দু গরুর দিকে যাবে না, ষাঁড়ের দিকে যাবে' কুণালের কটাক্ষ


আগরতলার রবীন্দ্রভবন থেকে ৫ কিলোমিটার পদযাত্রার পর সেখানে ফিরেই নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেদিন বলেন, ' ডবল ইঞ্জিন সরকার মানে ইডি-সিবিআই, কেন্দ্রে রাজ্যে দুর্নীতি করবে, দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার পাঠাই' । ত্রিপুরা দখলে বাংলাকেই 'হাতিয়ার' করেন মমতা, অভিষেক, শুভেন্দু প্রত্যেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দাবি করেন, ' তৃণমূল যা বলে, তাই করে। বাংলা মডেল। যদি আপনারা তৃণমূলকে সমর্থন করেন, তাহলে আশ্বাস করি, বাংলায় যা উন্নয়ন করিছি, তার ভাগ ত্রিপুরাও পাবেন। ' 

অন্যদিকে শুভেন্দু অধিকারী সেদিন বলেন, ' গত ১২ বছরে পশ্চিমবঙ্গে ১টা শিল্প আসেনি। সিঙ্গুরে টাটার তৈরি আস্ত কারখানাকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ডিনামাইট দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। সবাই বলে, এ রাজ্যের নেত্রী বটে, শিল্প বানান গুজরাতে। পশ্চিমবঙ্গে কিচ্ছু হয় না। সারাদিন বিরোধিতা।'               


এবার ত্রিপুরার বিধানসভা ভোটে ৬০ আসনের মধ্যে ২৮টিতে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। দোসরা মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।