'Jawan' Prevue: 'সমাজের ভুল শুধরে' দিতে হাজির 'জওয়ান', শাহরুখের আগামী ছবির ঝলকে মিলল চারটি লুক

'Jawan': ২ মিনিট ১২ সেকেন্ডের 'জওয়ান' ছবির প্রিভিউয়ে ভর্তি একাধিক সাংঘাতিক স্টান্ট, গান, সংলাপ এবং সবটাই শাহরুখ খানের অনন্য স্টাইলে।

Continues below advertisement

নয়াদিল্লি: বছরের নানা সময় নানা রূপে তিনি। ২০২৩ সালের শুরুতে তিনি ছিলেন 'পাঠান' (Pathaan)। কিন্তু এখন তিনি 'জওয়ান' (Jawan)। ফের একটা 'উচ্চপর্যায়ের অ্যাকশন থ্রিলার' (high octane action thriller) নিয়ে আসতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), 'জওয়ান' ছবির প্রিভিউয়ে ('Jawan' Prevue) অন্তত তেমনই আশা জাগিয়েছেন তিনি অনুরাগীদের মনে। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির প্রিভিউ। পৃথিবীর খারাপ যা কিছু তা সংস্কার করবেন 'জওয়ান'। 

Continues below advertisement

অ্যাটলির 'জওয়ান'-এ কোন ভূমিকায় শাহরুখ খান?

২ মিনিট ১২ সেকেন্ডের 'জওয়ান' ছবির প্রিভিউয়ে ভর্তি একাধিক সাংঘাতিক স্টান্ট, গান, সংলাপ এবং সবটাই শাহরুখ খানের অনন্য স্টাইলে। 'তেরি' ও 'মেরসাল' খ্যাত অ্যাটলি পরিচালিত এই প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে লেডি সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতিকেও। গৌরী খানের প্রযোজনায় এই ছবির সহ-প্রযোজক গৌরব বর্মা। 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' প্রযোজনা সংস্থার অধীনেই মুক্তি পাবে ছবিটি। এদিনের প্রেস বিবৃতিতে বলা হয়, 'অ্যাকশনে ভরপুর 'জওয়ান' ছবিটি মুখ্য চরিত্রে থাকা ব্যক্তির সমাজের সমস্ত 'ভুল' শুধরে দেওয়ার আবেগঘন যাত্রার কথা বলবে।'

ভিডিও ক্লিপে শাহরুখ খানকে বলতে শোনা যায়, 'আমি কে, আমি কে নই? আমি জানি না। মাকে দেওয়া প্রতিশ্রুতি বা কোনও উদ্দেশ্য অসমাপ্ত। নিজেকে প্রশ্ন করুন আমি ভাল, খারাপ, গুণী নাকি অভিশাপ? কারণ, ভাল হোক বা খারাপ, আমি আপনিও। তৈরি? আপনারা নাম তো নিশ্চয়ই শুনেছেন। এটা সবে শুরু... যখন আমি ভিলেন হয়ে যাই, কোনও হিরো আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না।' 

ভিডিওয় শাহরুখ খানকে চারটি ভিন্ন লুকে দেখতে পাওয়া গেছে। প্রথম লুকে তাঁর মুখের প্রায় সবটাই ব্যান্ডেজে মোড়া, দ্বিতীয় লুকে ক্লিন সেভ, তৃতীয় লুকে ছাই রঙের একটি মুখোশে অর্ধেক মুখ ঢাকা, চতুর্থ এবং সবচেয়ে ভাইরাল হওয়া লুকে তাঁকে দেখা গেল মুণ্ডিত মস্তকে। 

'জওয়ান' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সঙ্গে রয়েছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহর খান, আলিয়া কুরেশি, ঋধি ডোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবড়া। প্রকাশ্যে আসা প্রিভিউয়ে নয়নতারাকে দেখা যাচ্ছে পুলিশ জিপে চড়ে আসতে, অন্যদিকে বিজয় সেতুপতিকেও দেখা গেল রাফ অ্যান্ড টাফ অ্যাকশন দৃশ্যে। দীপিকা পাড়ুকোনকে দেখা গেল লাল শাড়িতে, বৃষ্টির মধ্যে বিরোধীদের মোকাবিলা করতে। 

 

ভিডিও অনুযায়ী, শাহরুখ খানের চরিত্রের সঙ্গে, তাঁর তত্ত্বাবধানে কাজ করে মহিলাদের একটি দল। 'মেয়েরা সকলে তৈরি?' বলতে শোনা যাচ্ছে কিং খানকে। যার উত্তরে সকলে সমস্বরে বলে ওঠে, 'তৈরি, চিফ!' ভিডিওর শেষে দেখা গেল মুণ্ডিত মস্তকে তারকা অভিনেতা নাচ করছেন হেমন্ত কুমারের ক্লাসিক গান 'বেকরার করকে হমে...' মেট্রোর কামরায়।

আরও পড়ুন: Deepika-Ranbir: 'অন্য কোনও মেয়ের জন্য প্রেমিকাকে ছেড়ে দিতে রাজি নই', দীপিকার পাশে বসে বলেছিলেন রনবীর!

বিশ্বজুড়ে 'জওয়ান' মুক্তি পাওয়ার কথা ৭ সেপ্টেম্বর, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। এর আগে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২ জুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola