কলকাতা: তাঁর যে লুক যে চর্চা হয়েছে সবচেয়ে বেশি, নিজের নতুন পোস্টারের জন্য সেই লুকটাই বেছে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এক আগে 'জওয়ান' (Jawan)-এর যতগুলো লুক সামনে এসেছে, তার সবেতেই আড়াল ছিল ছবির নায়কের মুখ। তবে প্রথম প্রিভিউতে শাহরুখকের একাধিক লুক বেশ চমকেই দিয়েছিল দর্শকদের। কখনও তিনি নায়কচিত, কখনও আবার নেড়া মাথায়, রোদচশমায় এক্কেবারে অচেনা। আর 'জওয়ান'-এর প্রিভিউর সবচেয়ে চর্চিত লুকই ফিরল নতুন পোস্টারে। 


এই প্রথম, ছবির কোনও পোস্টারে প্রকাশ্যে এলেন শাহরুখ। নেড়া মাথা, চোখে রোদচমশা আর হাতে বন্দুক... শাহরুখের এই ছবির চরিত্র নেতিবাচক নাকি ইতিবাচক, তা এখনও স্পষ্ট নয়। তবে শাহরুখেক প্রথম লুক প্রকাশ্যে আসবে আর উন্মাদনা থাকবে না তাও কি হয়! 'জওয়ান'-এর লুক প্রকাশ্যে আসতে যেমন অনুরাগীরা উত্তেজিত, তেমনই অবাক হয়েছেন, প্রশংসা করেছেন বলিউডের অন্যান্য তারকারা। 


আজ শাহরুখ যে পোস্টারটি শেয়ার করেছেন, সেখানে প্রশংসা করেছেন রণবীর সিংহ (Ranbir Singh), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturbedi), অর্জুন বিজলানি (Arjun Bijlani) ও অন্যান্যরা। অনেক অনুরাগী আবার 'জওয়ান'-এর সঙ্গে প্রশংসা করতে গিয়ে তাকে তুলনা করেছেন 'পাঠান' (Pathaan)-এর সঙ্গে। শাহরুখের এর আগে মুক্তি পাওয়া ছবি 'পাঠান' বক্সঅফিসে বেশ ভাল ব্যবসা করেছিল। আর সেই ছবির টিজারে তুলে ধরা হয়েছিল একটি সংলাপ.. সিটবেল্ট বেঁধে নিন কারণ আবহাওয়া খারাপ হচ্ছে।'


'জওয়ান'-এর পোস্টারে অনুরাগীর তুলে এনেছেন সেই সংলাপকে। তবে 'পাঠান'-এর মতো 'জওয়ান' ব্যবসা করবে কি না, সেই উত্তর দেবে সময়। কিন্তু জওয়ান নিয়ে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, তা চোখে পড়ছে সবারই। সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান'-এর প্রিভিউ! আর সেই ২ মিনিটের কিছু বেশি সময়ের প্রিভিউতে যে দৃশ্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তা হল মেট্রোর মধ্যে শাহরুখের নাচ! 'জওয়ান'-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তাঁর যে চেহারা প্রকাশ পাচ্ছে, তা বেশ চমক লাগাচ্ছে অনুরাগীদের মনে। লাল কালো চেক শার্টে শাহরুখের মাথা নেড়া, কার্যত চকচকে টাক। যদিও ঝলকেই বোঝা যায়, এ প্রস্থেটিক মেকআপের কারসাজি। আর সেই সাজেই শাহরুখকে পা মেলাতে দেখা গেল বিখ্যাত গান 'বেকরার করকে হামে'-র তালে পা মেলাতে।


আরও পড়ুন: Shah Rukh Khan: তাঁকে অনুপ্রাণিত করেছিল থালাপথি বিজয়, অল্লু অর্জুন, রজনীকান্ত, নতুন পোস্টে কৃতজ্ঞতা স্বীকার কিং খানের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial