মুম্বই: এই ছবির নাম থেকে শুরু করে গান, সংলাপ.. সবই বিতর্কের মুখে পড়েছে বার বার। সেই বিতর্কের আঁচ এমনই, পোড়ানো হয়েছে এই ছবির পোস্টার, রাস্তায় মিছিল করা হয়েছে, দেওয়া হয়েছে বয়কটের ডাকও। কিন্তু এত কিছুর পরেও জয়যাত্রা অব্যহত 'পাঠান'-এর। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে।
আজ, ছবির সাফল্যের পরে প্রথমবার সাংবাদিক সম্মেলন করল টিম 'পাঠান'। আগেই জানানো হয়েছিল, ছবির প্রচারের সময় সাংবাদিকদের মুখোমুখি হবেন না তাঁরা। কথা রেখে ছবি মুক্তির পরে সাংবাদিকদের সামনে এলেন শাহরুখ, দীপিকা, জন ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)।
আজ সাংবাদিক সম্মেলনে প্রথমবার 'পাঠান' নিয়ে বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন শাহরুখ। কিং খান বললেন, 'সবার একটাই লক্ষ্য ছিল। এন্টারটেনমেন্ট। মানুষকে বিনোদন দেওয়া। আমরা কেবল ভালবাসা, দয়া ছড়িয়ে দিতে চাই, সে যদি আমরা নেতিবাচক চরিত্রে অভিনয় করি তাওও। 'ডর' ছবিতে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলাম। 'বাজিগর'-এও তাই। এই ছবিতে জন নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমরা বাস্তবে কেউ এমন খারাপ নেই। আমাদের একমাত্র লক্ষ্য থাকে দর্শকদের খুশি করা। কারও ভাবাবেগকে আঘাত করা আমাদের কোনও উদ্দেশ্য ছিল না। সবটাই শুধুমাত্র বিনোদনের জন্য'
এই স্পাই থ্রিলার ঘরানার ছবি বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে ৫৪২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। শাহরুখ খান বলেন, 'দীপিকা, জন, সিদ্ধার্থ ও আদিত্যর তরফ থেকে আমি সকলকে অনেকটা ধন্যবাদ দিতে চাই পাঠানকে এত ভালবাসা দেওয়ার জন্য।' তিনি আরও বলেন, 'আমরা সকলেই অনুরাগী এবং মিডিয়ার কাছে এত ভালবাসার জন্য এবং ছবিটিকে এভাবে সমর্থন করার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। কারণ এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যা ছবির মুক্তির পরিমাণ কমিয়ে দিতে পারত। প্রেক্ষাগৃহে প্রাণ ফিরিয়ে আনার জন্য আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের বন্ধু এবং সহকর্মীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।'