মুম্বই: ট্যুইটারে 'আস্কএসআরকে' হ্যাশট্যাগে প্রশ্ন পাঠান, উত্তর দেবেন খোদ শাহরুখ খান! গতকাল অর্থাৎ শুক্রবার নিজের ট্যুইটার অ্যাকউন্ট থেকে এই খেলার আহ্বানই জানিয়েছিলেন শাহরুখ। সেখানে অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন করলেন তাঁদের প্রিয় নায়ককে। আর সমস্ত প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর ট্যুইট করলেন বলিউডের কিং খান। 


গতকাল বলিউডে ২৯ বছর পূরণ করলেন শাহরুখ খান। ট্যুইটারে শাহরুখ লিখেছিলেন, '১৫ মিনিটে আমায় যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারেন, 'আমি উত্তর দেব'। ট্য়ুইটারে ট্যাগ করতে হবে আস্কএসআরকে হ্যাশট্যাগে। অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন করেন শাহরুখকে। কোনও প্রশ্ন মজার, আবার কোনও প্রশ্ন শাহরুখের জীবন সম্পর্কে। বেশিরভাগ অনুরাগীই জিজ্ঞাসা করেন, শাহরুখের নতুন ছবি কবে আসছে। এই প্রশ্নের উত্তরে শাহরুখ লেখেন, অনেক নতুন ছবির কথা চলছে। সদ্য 'পাঠান' ছবির বাকি অংশের শ্যুটিং শেষ করেছেন তিনি। কিন্তু অনুরাগীদের একটু অপেক্ষা করতে হবে শাহরুখের নতুন ছবির মুক্তির জন্য। একজন আবার প্রশ্ন করেন, 'রেড চিলিজ -এ কি তৈরি হচ্ছে?' উত্তরে এসআরকে লেখেন, 'মশলাদার কিছু ছবি'


একজন অনুরাগী লিখেছেন, 'আপনার বর্তমান মনের অবস্থা কী? উত্তরে শাহরুখ লিখেছেন, 'মুম্বইয়ের বৃষ্টির মত'। এক অনুরাগী প্রশ্ন করেন, '২০২০ সালে জীবন কতটা বদলেছে? উত্তরে শাহরুখ লেখেন, 'আমি কম কাজ করেছি আর আমার পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি।' এক অনুরাগী লেখেন, লকডাউনে আপনিও কি আমার মত কাজ হারিয়েছেন? উত্তরে শাহরুখ লেখেন, 'যে কিছু করে না তার মতো।'


এরমধ্যেই এক অনুরাগী অদ্ভুত প্রশ্ন করেন। লেখেন, 'আপনার কি মনে হয়, আপনি নিজে জীবনের কোন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন?' উত্তরে শাহরুখ লেখেন, 'নিজেকে পূনর্গঠন করছি।'



লকডাউনে সময় কাটানোর টিপস চাওয়া হলে এক অনুরাগীকে 'হ্যারি পটার সিরিজ' ফের পড়ে ফেলতে বলেন শাহরুখ। একজন অনুরাগী প্রশ্ন করেন, '২৯ বছর বলিউডে কাটানোর সবচেয়ে ভালো অংশ কী ছিল? উত্তরে শাহরুখ লেখেন, 'এই ৩০ বছর আমার জীবনের সেরা ৩০ বছর ছিল আর আমি এখনও সেই সময়টা কাটাচ্ছি।'


ট্যুইটারে অনুরাগীদের ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদও জানান শাহরুখ।