নয়াদিল্লি: ব্লকবাস্টার (Blockbuster) সাফল্য লাভ করেছে সানি দেওল (Sunny Deol) অভিনীত 'গদর ২' (Gadar 2)। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। আর এই আবহে অবশেষে সানি দেওলের ছবি নিয়ে মুখ খুললেন 'পাঠান' (Pathaan) শাহরুখ খান (Shah Rukh Khan)। ভুললেন শত্রুতা? কী বললেন তিনি?
'শত্রুতা' ভুলে সানির প্রশংসায় শাহরুখ?
ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অনেকেই প্রশংসায় ভরিয়েছেন সানি দেওলের 'গদর ২' ছবিটিকে। এবার প্রশংসা করলেন কিং খানও। সম্প্রতি 'এক্স'-এ এক অনুরাগীর করা প্রশ্নের উত্তর দিলেন কিং খান। সেখানেই বোঝা যায় তিনি দেখেছেন এই ছবি।
সম্প্রতি এক 'আস্ক এসআরকে' সেশনে শাহরুখ খানকে তাঁর এক অনুরাগী জিজ্ঞেস করেন সানি দেওলের ছবি সম্পর্কে। তিনি লেখেন, 'গদর ২ দেখলেন আপনি?' এর উত্তরে শাহরুখ খান লেখেন, 'হ্যাঁ, খুব ভাল লেগেছে!!' আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই এক্সই।
শাহরুখ খান ও সানি দেওলকে একসঙ্গে যশ চোপড়া পরিচালিত 'ডর' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। যেখানে নায়কের চরিত্রে ছিলেন সানি ও খলনায়কের চরিত্রে দেখা যায় শাহরুখকে। ১৯৯৩ সালে মুক্তি পায় এই ছবি যখন সানি দেওল তাঁর কেরিয়ারের মধ্য গগনে। এবং এই ছবিটি যশ চোপড়ার সঙ্গে প্রথম কাজ শাহরুখের।
কিন্তু শোনা যায়, 'ডর' ছবির মুক্তির পর নাকি দীর্ঘ ১৬ বছর একে অপরের সঙ্গে কথা বলেননি শাহরুখ ও সানি। বলিউড সূত্রে খবর, ছবিতে সানির চরিত্রটিকে যেভাবে দেখানো হয়েছিল তা পছন্দ হয়নি তাঁর, উপরন্তু শাহরুখ খানের খল চরিত্র সম্পূর্ণ লাইমলাইট নিয়ে নেয়। 'আপ কি আদালত' অনুষ্ঠানে একবার এসে সানি দেওল জানিয়েছিলেন যে ছবির সেটে নিজের চরিত্র নিয়ে প্রায়ই নাকি যশ চোপড়ার সঙ্গে ঝগড়া হত তাঁর এবং রীতিমতোই রেগে যেতেন তিনি।
আরও পড়ুন: Watch: অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পৌঁছলেন জাহ্নবী কপূর, ক্যামেরাবন্দি অভিনেত্রী
ছবির ক্লাইম্যাক্সে দেখা যায় শাহরুখ খানের চরিত্র ছুরি চালাচ্ছে সানির চরিত্রের ওপর। সানি দেওল বলেন, 'ওই দৃশ্য নিয়েও যশ চোপড়ার সঙ্গে আমার বাদানুবাদ হয়। আমি বোঝানোর চেষ্টা করি যে ছবিতে আমি কমান্ডো অফিসার। আমার চরিত্রটি এক্সপার্ট এবং ফিট, তাহলে কী করে একটি ছেলে এত সহজে আমাকে মারতে পারে? আমি যদি না দেখতে পারি তাহলেই ও আমাকে মারতে পারবে। যদি আমি ওর দিকে তাকিয়ে থাকা অবস্থায় ও আমাকে মারতে পারে তাহলে আমি কীসের কমান্ডো!' শোনা যায়, রাগারাগি এমন পর্যায়ে পৌঁছয় যে অভিনেতা নাকি নিজের হাতে নিজের প্যান্ট ছিঁড়ে ফেলেন রাগে। ছবির মুক্তির পর ১৬ বছর কথা বলেননি শাহরুখ খান ও সানি দেওল। যদিও সানির কথায়, 'এটি ইচ্ছাকৃত নয়'। সানি দেওল স্বীকার করে নেন যে ছবি নিয়ে তাঁর সমস্যা ছিল 'আমি জানতাম না তাঁরা ভিলেনকে এত প্রাধান্য দেবেন।' যদিও শাহরুখ খানের সাম্প্রতিক উত্তর থেকে অনেকেই মনে করছেন যে রাগের বরফ গলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial