লোকার্নো, স্যুইৎজারল্যান্ড:ইতিহাসের পাতায় নাম তুলেছেন নিজের। শাহরুখ খান (Shah Rukh Khan) প্রথম ভারতীয় যাঁকে জনপ্রিয় লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের (Locarno Film Festival) তরফে 'কেরিয়ার অ্যাচিভমেন্ট' (Career Achievement) পুরস্কারে ভূষিত করা হয়েছে। একদিকে যেমন মঞ্চে অভিনেতার বক্তৃতার অংশবিশেষ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তেমনই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ভ্রু কুঁচকে গিয়েছে নেটিজেনদের। প্রিয় অভিনেতার থেকে এমন কাণ্ড একেবারেই আশা করেননি তাঁরা। কিন্তু কী এমন করলেন শাহরুখ খান? (Viral Video)
বৃদ্ধ ব্যক্তিকে ধাক্কা শাহরুখ খানের! ভিডিও ভাইরাল হতেই বিতর্ক
১০ অগাস্ট লোকার্নো চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন শাহরুখ খান। বিশেষ পুরস্কার তুলে নেন হাতে। সেখানে ভাইরাল হয়েছে তাঁর গ্র্যান্ড এন্ট্রির ভিডিওও। লাল গালিচায় পাপারাৎজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পোজ দিচ্ছেন তিনি। তার মধ্যেই একটি ভিডিওয় দেখা যাচ্ছে এক বৃদ্ধ ব্যক্তিকে 'ধাক্কা' দিচ্ছেন অভিনেতা।
লাল গালিচায় ছবি তোলার জন্য পোজ দেওয়ার সময় এক বৃদ্ধ ব্যক্তিকে দুই হাত দিয়ে 'ধাক্কা' দিলেন শাহরুখ। একটি ছোট্ট ভাইরাল ভিডিও ক্লিপে এমনটাই দেখা যাচ্ছে। ভিডিওয় দেখা যাচ্ছে শাহরুখ খান পোজ দিচ্ছিলেন, তখনই চিত্রগ্রাহকরা ওই ব্যক্তিকে সরে দাঁড়াতে বলেন কারণ তাঁরা কিং খানের একা ছবি তুলতে চাইছিলেন। সেই সময় শাহরুখ গিয়ে ওই ব্যক্তিরে হাল্কা ধাক্কায় সরিয়ে দেন।
এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল। নেটদুনিয়া বিভক্ত দুই ভাগে। একদল যখন শাহরুখের এই কীর্তিকে 'মজা' বলে আখ্যা দিচ্ছেন, তখন অপর দল অভিনেতার সমালোচনা করতে শুরু করেছেন। কিং খান অনুরাগীরা অবশ্যই তাঁদের প্রিয় তারকার পাশে দাঁড়িয়ে দাবিল করছেন যে ধাক্কা দেওয়ার অভিযোগ 'ভিত্তিহীন'। তারকা মহলে শাহরুখ তাঁর অত্যন্ত ভদ্র ব্যবহারের জন্য বিখ্যাত। তাঁর অনুরাগীরাই অপর একটি ভিডিও খুঁজে পেয়েছেন যেখানে অভিনেতার সঙ্গে ওই একই ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তাঁদের দাবি ওই বয়স্ক ব্যক্তি শাহরুখের টিমেরই সদস্য এবং স্বভাবতই তিনি শাহরুখের এমন ধরনের মজার সঙ্গে অভ্যস্ত।
এদিন কালো স্যুটে মঞ্চে ওঠেন বাদশাহ্। পুরস্কার হাতে নেওয়ার আগে বক্তব্য রাখেন। এবং প্রত্যেকবারের মতো এবারও, তাঁর রসবোধ, কৌতুকপূর্ণ বক্তৃতায় মনজয় করলেন প্রত্যেকের। দর্শকমহলের হাততালির শব্দে তখন কান পাতা দায়। তাঁর উপস্থিতিতেই উন্মত্ত হয়ে ওঠে জনতা, তাঁর কথায় তো মন্ত্রমুগ্ধ হয় সকলে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে অনুষ্ঠানের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।