কলকাতা: দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরম করে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবি 'পাঠান'। সম্প্রতি ওটিটি প্ল্য়াটফর্মের (ott platform) মুক্তি পেয়েছে এই ছবি। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানে (Irfan Pathan) নিজের ট্য়ুইটারে পোস্ট করলেন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, তাঁর ছোট্ট ছেলে খুশি খুশি মুখে পাঠানের গানে পা মেলাচ্ছে।  ভিডিওটি পোস্ট করে ইরফান ক্য়াপশানে লিখেছেন, ‘খানসাব অনুগ্রহ করে আপনার তালিকায় আরও একজন সবচেয়ে সুন্দর ভক্ত যোগ করুন...’। বলিউড বাদশাও স্বভাবতশ বেশ উচ্ছ্বসিত হয়েছেন এই পোস্টে। মজা করে সেই পোস্টের উত্তরে লিখেছেন, ছোটা পাঠান তো তোমার থেকেও বেশি প্রতিভাবান।



প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি ছিল এটি। 


আরও পড়ুন...


Atif Aslam: কন্য়া সন্তানের বাবা হলেন আতিফ আসলাম, শেয়ার করলেন সদ্য়োজাতর ছবি


অন্য়দিকে, গত ২৪শে ফেব্রুয়ারী  বাংলাদেশে মুক্তি পেয়েছিল 'পাঠান'(Pathan)। সবথেকে আশ্চর্য বিষয়. দীর্ঘ ৮ বছর পর,বাংলাদেশে মুক্তি পেল কোনও বলিউড ছবি।
অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্রের ওপর ৫ দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা ছিল।  ২০১৫ সালে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং সালমান খান (Salman Khan) অভিনীত ওয়ান্টেড (২০০৯) মুক্তি পায়। এমন সিদ্ধান্ত বাংলাদেশী চলচ্চিত্র শিল্পকে পঙ্গু করে দিতে পারে, এই দাবিতে প্রতিবাদ জানান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সেইসময় বিক্ষোভকারীরা ওয়ান্টেডের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং  ছবিটি বয়কট করার অনুরোধ জানায়। এমনকি ক্ষুব্ধ বিক্ষোভকারীরা  শাকিব খান অভিনীত ছবিও বয়কটের সিদ্ধান্ত নেয়। তবে এই দেশের দর্শকও 'পাঠান'(Pathan)-কে গ্রহণ করেছিলেন সানন্দে।