মুম্বই: সলমন খানের পর এবার শাহরুখ খান। খুনের হুমকি পেলেন বলিউডের 'বাদশা'। অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি এসেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সেই মর্মে অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের বান্দ্রা থানায়। এই নিয়ে আরও এক বলিউড তারকা খুনের হুমকি পেলেন। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু বিগত কিছুদিন ধরে যেভাবে মায়ানগরীকে নিশানা করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। আপাতত শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে। Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে শাহরুখকে। এতদিন সশস্ত্র দুই নিরাপত্তারক্ষী শাহরুকের সঙ্গে থাকতেন। এখন থেকে ছ'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী ২৪ ঘণ্টা মোতায়েন থাকবেন।


মুম্বই পুলিশের সূত্র মারফত জানা গিয়েছে, ছত্তীসগঢ় থেকে শাহরুখের উদ্দেশে হুমকি এসেছে। হুমকি দেওয়া হয়েছে ফোনে। মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই রায়পুর পৌঁছে গিয়েছে। ফয়জন খান নামের এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির নামে নথিভুক্ত ফোন থেকেই হুমকি এসেছে বলে খবর। ওই ফোন নম্বরটি এখনও সক্রিয় রয়েছে এবং তার টাওয়ার লোকেশন ধরেই পুলিশ এগোচ্ছে বলে খবর। শাহরুখকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক কোটি টাকার দাবি মেটালে তবেই নিস্তার পাবেন বলে এসেছে হুমকি। (Bollywood Updates)


বেশ কিছু দিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন। তাঁকে খুনের হুমকি দেওয়ার নেপথ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই এবং তাঁর গ্যাং বিশ্নোই গ্য়াংয়ের নাম জড়িয়েছে। পাশাপাশি, আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক দশক আগের কৃষ্ণসার হরিণ মামলাকে হাতিয়ার করে সলমনকে হুমকি দিয়ে চলেছে বিশ্নোই গ্যাং। প্রাণে বাঁচতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা।


গত কয়েক বছরে বিশ্নোই গ্যাং বেশ সক্রিয় হয়ে উঠেছে বিশ্নোই গ্যাং। পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পরই খবরের শিরোনামে উঠে আসে তারা। সেই থেকে একাধিক শিল্পী তাদের থেকে হুমকি পেয়েছেন। গত কয়েক বছর ধরে লাগাতার সলমনকে খুনের হুমকি দিয়ে চলেছে তারা। এমনকি সলমনের বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলিও চালায় তারা। গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিও আততায়ীদের গুলিতে মারা যান। 

 

বাবা সিদ্দিকি এবং তাঁর পরিবারের লোকজন সলমনের ঘনিষ্ঠ বলে পরিচিত। বাবা সিদ্দিকি খুন হওয়ার পর, তার দায় স্বীকার করে বিশ্নোই গ্য়াং। সলমন ঘনিষ্ঠ বলেই বাবা সিদ্দিকিকে প্রাণ খোয়াতে হল বলে দাবি করে তারা। শুধু তাই নয়, সলমনের পাশে দাঁড়াবেন যাঁরা, তাঁদের সকলেরই একই পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়। বাবা সিদ্দিকির ছেলে, মহারাষ্ট্রের বিধায়ক জিশান সিদ্দিকিও খুনের হুমকি পেয়েছেন ইতিমধ্যে। এবার শাহরুখ খুনের হুমকি পেলেন। শাহরুক এবং সলমনের বন্ধুত্ব সর্বজনবিদিত। সেই জন্যই তাঁকে হুমকি দেওয়া হল কি না, প্রশ্ন উঠছে।

 

তবে গোটা ঘটনায় সরকার এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গুজরাতের জেলে বন্দি লরেন্স, জেল থেকে কী করে গ্য়াং চালাচ্ছে, ভিডিও মাধ্যমে কী করে বার্তা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে যেমন, তেমনই মায়ানগরীতে গ্যাংস্টারদের সাম্প্রতিক সক্রিয়তায় পুলিশের ভূমিকাও আতস কাচের নীচে। এসবের মধ্যে মারাত্মক অভিযোগ তুলেছে কানাডা। তাদের দাবি, বিশ্নোই গ্যাংয়ের পিছনে ভারত সরকারের মদত রয়েছে। বিভিন্ন কাজে ভারতীয় এজেন্টরা বিশ্নোই গ্যাংকে ব্যবহার করে।  যেভাবে মায়ানগরীর তারকার শিল্পীদের ওই গ্যাং নিশানা করছে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।