নয়াদিল্লি: ঘোষণার পর থেকেই শিরোনামে স্থান পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাপসী পান্নু (Taapsee Pannu) অভিনীত 'ডাঙ্কি' (Dunki)। বহু প্রতীক্ষার পর প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করবেন কিং খান। ছবির প্রথম দফার শ্যুটিং শিডিউলও ব়্যাপ আপ হয়ে গেছে। কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে অন্য খবর। ছবির ডিওপি অর্থাৎ মুখ্য় চিত্রগ্রাহক অমিত রায় সরে এসেছেন এই কাজ থেকে। কারণ ক্রিয়েটিভ ডিফারেন্স বা সৃজনশীল মতপার্থক্য।
'ডাঙ্কি'র সিনেমাটোগ্রাফার সরে এলেন ছবি থেকে
সাম্প্রতিক সূত্র মারফত খবর, ডিওপি অমিত রায় 'ডাঙ্কি'র কাজ ছেড়েছেন কারণ পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে তাঁর মত পার্থক্য হচ্ছে। এই ব্যাপারে এক সাক্ষাৎকারে অমিত রায় বলেন, 'হ্যাঁ, আমি 'ডাঙ্কি' করছি না আর। ১৮-১৯ দিন ছবির শ্যুটিং করেছি, তারপর ছেড়েছি। রাজু হিরানির সঙ্গে আমার কিছু জিনিসে মত পার্থক্য হচ্ছে। একই দৃষ্টিকোণ থেকে আমরা ছবিটাকে দেখতে পারছি না। তবে আমি জানাতে চাই যে বিচ্ছেদটি খুব বন্ধুত্বপূর্ণ ছিল। আমরা দুজনে একসঙ্গে বসি এবং তারপর আমি কাজটা ছাড়ি। সত্যি বলতে, আমি গোটা ব্যাপারটা সংঘর্ষের পর্যায়ে যাক চাইনি।'
গোটা বিষয়টিকেই অমিত রায় 'দুর্ভাগ্যজনক' বলেই জানিয়েছেন। তিনি বলেন যে পরিচালককে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। কিছু বিজ্ঞাপনের কাজ ছাড়াও 'সঞ্জু' ছবির বিখ্যাত গান 'বাবা বোলতা হ্যায়'-তে একসঙ্গে কাজ করেন তাঁরা। তবে অমিত রায়ের শ্যুট করা দৃশ্য যে ছবিতে থাকবে তাও তিনি জানান।
আরও পড়ুন: Emergency Teaser: এবার ইন্দিরা গাঁধীর ভূমিকায় কঙ্গনা রানাউত, প্রকাশ্যে 'ইমার্জেন্সি'র টিজার
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে 'ডাঙ্কি' ছবির শ্যুটিং শুরু হয়। এর আগে ১৯ এপ্রিল ছবির টিজার পোস্ট করে কিং খান লেখেন, 'প্রিয় রাজকুমার হিরানি স্যর, আপনি তো আমার সান্তা ক্লজ। আপনি শুরু করুন, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থাকতে শুরু করে দেব। আপনার সঙ্গে অবশেষে কাজ করতে পেরে আমি আপ্লুত ও অভিভূত। আপনাদের সকলের জন্য নিয়ে আসছি 'ডাঙ্কি', প্রেক্ষাগৃহে ২২ ডিসেম্বর ২০২৩।' ছবিতে তাপসী পান্নুকেও অভিনয় করতে দেখা যাবে।