নয়াদিল্লি: বলিউডের বাদশাহ (Badshah) তিনি, সৌজন্যে তাঁর অতুলনীয় পারফর্ম্যান্স। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু কিং খানের অনুরাগীদের কাছে তিনি কেবল দক্ষ অভিনেতাই নন, দুর্দান্ত এক মনের অধিকারীও। তাই তো তিনি মনেরও রাজা। তাঁর নম্রতা ও ভদ্রতার (humble behaviour) উপমা প্রায়ই পাওয়া যায় তাঁর সহকর্মীদের থেকে। শুধু সহ অভিনেতা বা অভিনেত্রীই নন, ছবির গোটা টিমই তাঁর নম্র ব্যবহারের অনুরাগী। ফের মিলল তেমনই এক উদাহরণ। এবার শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ তাঁর আগামী ছবির স্টান্টম্যান (Stuntman)। 


শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ 'জওয়ান' ছবির স্টান্টম্যান


তিনি সোনার হৃদয়ের অধিকারী। ফের সেই প্রমাণ মিলল সাদ্দামের কথায়। পেশায় স্টান্টম্যান সাদ্দাম, খুব কাছ থেকে শাহরুখের সঙ্গে কাজ করেছেন 'জওয়ান' (Jawan) ছবিতে। 


অ্যাকশন এক্সপার্ট সাদ্দাম, সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশংসায় ভরিয়ে দেন কিং খানকে। তাঁর কথায় শাহরুখ খান 'স্যুইটেস্ট বন্দা' অর্থাৎ খুব মিষ্টি মানুষ। নিজের কাজের প্রতি শাহরুখের একাগ্রতা দেখেও মুগ্ধ তিনি। শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে তিনি জানান, অন্যান্য যে সকল হিরোদের সঙ্গে তিনি কাজ করেছেন তাঁদের থেকে একেবারেই আলাদা বাদশাহ। স্টান্টম্যানের কথায়, 'তিনি আমায় জিজ্ঞেস করেন যে কীভাবে আমি স্টান্টগুলো করব এবং আমার সুরক্ষার সমস্ত বন্দোবস্ত পরীক্ষা করে নেন। উনি বেশ চিন্তায় ছিলেন যে আমার আঘাত লাগবে এবং তারপর আমি তাঁকে ব্যাখ্যা করি যে কীভাবে সুরক্ষা নেওয়া হয়েছে।'


সাদ্দাম আরও জানান যে শাহরুখ খান খুব সক্রিয়ভাবেই ছবির সেটের সঙ্গে যুক্ত থাকতেন। প্রত্যেক স্টান্টের একেবারে খুঁটিনাটি জানতেন আগ্রহ নিয়ে। কিন্তু সাদ্দামের কথায়, যে 'শ্রেষ্ঠ ব্যাপার' শাহরুখকে বাকি তারকাদের থেকে আলাদা করে তা হল প্রত্যেক শট শেষ হওয়ার পর এসে তিনি দেখতেন যে সাদ্দাম সুরক্ষিত, অক্ষত আছেন কি না। সাদ্দাম বলেন, 'শাহরুখ এসে বলতেন, 'তুই ঠিক আছিস তো'?'


শুধু তাইই নয়, শাহরুখের আরও এক গুনের কথাও জানান সাদ্দাম। যখনই কোনও দৃশ্য, যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবে হত না, কখনও তিনি সেই দোষ ক্রুয়ের ওপর দিতেন না। বরং, নিজের ঘাড়ে দোষ নিয়ে নিতেন। 'আমি অবাক হয়ে যেতাম এমন এক তারকাকে দেখে। আমি যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁদের থেকে নিশ্চিতভাবে আলাদা এসআরকে।' একইসঙ্গে সিনেমার শ্যুটিং সম্পর্কে সাদ্দাম এক তথ্যও ভাগ করে নিয়েছেন। তিনি জানান, ছবিতে বেশ গুরুত্বপূর্ণ এবং কঠিন ফাইট সিন একটা শটে শেষ করেন শাহরুখ, এমনকী সেখানে সাদ্দামের সাহায্যও নেননি তিনি। 


আরও পড়ুন: Benefits of Dragon Fruit: ওজন কমাতে আদর্শ ড্রাগন ফল! রয়েছে আরও একাধিক উপকার


'পাঠান'-এর অভাবনীয় সাফল্যের পর এক কিং খান অনুরাগীরা দিন গুনছেন 'জওয়ান' মুক্তি পাওয়ার। অ্যাটলি পরিচালিত এই ছবির নতুন মুক্তির তারিখ ৭ সেপ্টেম্বর। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial