নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে তাঁর বাদশাহি জয় হয়েছে ইতিমধ্যেই। অনুরাগী মহল তো বটেই, বিশ্বের সকল বলিউড প্রেমীর মতে শাহরুখ খানের (Shah Rukh Khan) সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জওয়ান' (Jawan) মাস্ট ওয়াচ। সেই সঙ্গে প্রত্যেকেই অপেক্ষায় কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি (Jawan OTT Release) পাবে এই ছবি। এরই মধ্যে পাওয়া খবর অনুযায়ী, 'জওয়ান' ছবির ওটিটি ভার্শনে নাকি থাকবে একাধিক অদেখা দৃশ্য। তা নিয়ে চলছে কাজ। 


ওটিটিতে বাড়বে 'জওয়ান' ছবির দৈর্ঘ্য, কেন?


সূত্রের খবর, প্রেক্ষাগৃহে যে সংস্করণ মুক্তি পেয়েছে সেখানে একাধিক অ্যাকশন দৃশ্য, একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য, ইচ্ছাকৃতভাবেই কেটে ফেলা হয়েছে যাতে মোটামুটি একটা দৈর্ঘ্য বজায় রাখা যায়। তবে এই সমস্ত বাদ দেওয়া দৃশ্য ফিরতে চলেছে 'জওয়ান' ছবির ওটিটি মুক্তির অংশ হিসেবে। 


ছবির পরিচালক অ্যাটলি, স্বয়ং এই কাজে ব্রতী। সম্পূর্ণ নতুন 'ডিরেক্টর্স কাট' তৈরি করতে ব্যস্ত তিনি। ছবির এহেন সংস্করণ কেবলমাত্র ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেই দেখতে পাওয়া যবে। দর্শকদের এই ছবির অভিজ্ঞতা আরও রোমহর্ষক ও দুর্দান্ত করার জন্যই এই উদ্যোগ নির্মাতাদের। 


'জওয়ান' ওটিটি প্ল্যাটফর্মে এসে পৌঁছলে তার দীর্ঘায়িত 'রান টাইম' গিয়ে দাঁড়াতে পারে ৩ ঘণ্টা ০৫ মিনিটে যা এমনিতে প্রেক্ষাগৃহে ২ ঘণ্টা ৪৫ মিনিট। প্রসঙ্গত, ওটিটিতে কবে এই ছবি মুক্তি পাবে তার এখনও নিশ্চিত তারিখ জানা যায়নি। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে ঝোড়ো ব্যাটিং করছে 'জওয়ান'। ফলে এখনই ওটিটিতে যে এই ছবি মুক্তি পাবে তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে ট্রেন্ড দেখে ওটিটি-তে মুক্তির তারিখ মাস দুয়েক পিছিয়ে দেওয়া হতে পারে। 


আরও পড়ুন: 'Jawan' BO Collection: ১১ দিনের মাথায় বিশ্ব বাজারে ৮০০ কোটির গণ্ডি পার শাহরুখের 'জওয়ান' ছবির


বক্স অফিসে গত ১১ দিন ধরেই চলছে 'জওয়ান' ঝড়। দেশের বক্স অফিস (box office) হোক বা বিশ্ব বাজার, সর্বত্রই রেকর্ড ভাঙা আয় করছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের এই ছবি। ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের হিসেব অনুযায়ী, 'জওয়ান' ৮০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। মনোবালা বিজয়বালানের পোস্ট অনুযায়ী, 'ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিসে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করল 'জওয়ান'। একাদশতম দিনে, ট্র্যাকড শো থেকে এই ১৩ লক্ষ ৯০ হাজার ১৪২টি টিকিট বিক্রি হয়েছে এই ছবির।' 'জওয়ান' ছবির হিন্দি সংস্করণের ১৩ হাজার ৩১৭টি শো থেকে আয় হয়েছে ৩৫.১৮ কোটি টাকা। প্রত্যেক শো থেকে ২৬ হাজার ৪১৭ টাকা করে আয় হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial