নয়াদিল্লি: প্রায় বছর ৩০ আগের কথা। ১৯৯৫ সালে প্রথমবার একসঙ্গে কাজ করেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খান (Salman Khan)। তাঁদের একসঙ্গে প্রথম ছবি 'কর্ণ অর্জুন' (Karan Arjun)। যা আজও সিনেপ্রেমীদের অত্যন্ত পছন্দের। এই ছবির হাত ধরেই পর্দায় তাঁদের ভ্রাতৃত্ব বেগ পেয়েছে, মানুষের মনে ধরেছে। ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্কে নানা টালমাটাল পরিস্থিতি এলেও এখন ফের তাঁরা হাতে হাত মিলিয়েছেন। একসঙ্গে কাজ করা থেকে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা, দর্শক ফের শাহরুখ-সলমনকে দেখে আনন্দিত। এই আবহেই ভাইরাল হয় শাহরুখ-সলমনের 'ভ্রাতৃত্বপূর্ণ' ভিডিও।
শাহরুখ-সলমন একসঙ্গে ব্যস্ত 'কর্ণ অর্জুন' দেখতে...
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বলিউডের দুই খান একসঙ্গে উপস্থিত কোনও একটি পার্টিতে। সেখানে বাজছে 'কর্ণ অর্জুন' ছবির বিখ্যাত গান, 'ইয়ে বন্ধন তো'। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সলমন ও শাহরুখ, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে শুনছেন এই বিখ্যাত গান। এরপরেই মুখে চওড়া হাসি রেখে একে অপরকে জড়িয়ে ধরলেন।
'কর্ণ অর্জুন' ছবির মতো দুই খানের একসঙ্গে কোনও ছবি এত জনপ্রিয়তা লাভ করেনি সেই সময়। যার ফলে 'পাঠান' ছবিতে তাঁদের কিছুক্ষণের পুনর্মিলন দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন দর্শক। এখনও যখনই শাহরুখ ও সলমনকে একসঙ্গে কোথাও দেখা যায়, দর্শক 'কর্ণ অর্জুন' প্রসঙ্গই টানেন।
সলমন খান ও শাহরুখ খান বহুদিনের বন্ধু। কিন্তু ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনে দুই খানের মধ্যে বিপুল ঝামেলার সূত্রপাত। যদিও সেই ঝগড়া তাঁরা মিটিয়ে নেন ২০১৩ সালে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে। সেই থেকে ফের তাঁদের বন্ধুত্ব পুনরুদ্ধার হয়েছে। ২০১৮ সালে যখন শাহরুখ হাজির হন সলমন খানের শো 'দশ কা দম'-এ, সেখানেই কিং খান জানান যে মুম্বইয়ে প্রথম আসার পর সলমনের পরিবার তাঁকে প্রবল সাহায্য করেন।
কাজের ক্ষেত্রে, সলমন খানের শেষ ছবি 'টাইগার ৩'-এ শাহরুখকে স্পেশাল ক্যামিও অ্যাপিয়ারেন্সে দেখা যায়। সলমন খান আপাতত তৈরি হচ্ছেন তাঁর পরবর্তী ছবি 'সিকন্দর'-এর জন্য। অন্যদিকে শাহরুখ তৈরি হচ্ছেন সুজয় ঘোষের 'কিং' ছবির জন্য। ২০২৪ সালে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি তবে ২০২৩ সালে তাঁর পরপর তিন ব্লকবাস্টার হিট স্থান পায় বলিউডে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।