Motorola Phone: মোটোরোলা (Motorola 5G Phone) সম্প্রতি ভারতে লঞ্চ করেছে মোটো জি৪৫ ৫জি ফোন (Moto G45 5G Phone)। এটি একটি বাজেট ৫জি মডেল (Budget 5G Phone)। অর্থাৎ ৫জি ফোন (5G Phone) হলেও দাম আকাশছোঁয়া নয়। ভারতে ইতিমধ্যেই মোটো জি৪৫ ৫জি ফোনের বিক্রি শুরু হয়েছে। অনলাইনে কেনা যাবে মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে। চলুন দেখে নেওয়া যাক মোটো জি৪৫ ৫জি ফোনের দাম ভারতে কত এবং কী কী অফার রয়েছে। 


ভারতে মোটো জি৪৫ ৫জি ফোনের দাম এবং অফার 


মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে মোটো জি৪৫ ৫জি ফোন কিনলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। তার ফলে মোটো জি৪৫ ৫জি ফোনের বেস মডেলের দাম কমে হবে ৯৯৯৯ টাকা। আর একটি মডেলের দাম কমে হবে ১১,৯৯৯ টাকা। 


মোটো জি৪৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 



  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। 

  • ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। 

  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট রয়েছে মোটো জি৪৫ ৫জি ফোনে। 

  • এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • মোটো জি৪৫ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু হয়েছে আইকিউওও জেড৯এস ৫জি ফোনের, কত দাম? কী কী ছাড় রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।