মুম্বই: একদিকে প্রশংসা, অন্যদিকে তীব্র সমালোচনা। সবকিছু পেরিয়েও বলিউডে দাগ কেটেছিল শাহরুখ খান, ঐশ্বর্য্য রাই ও মাধুরী দিক্ষীত অভিনীত দেবদাস। ১৯ বছর আগের ওই ছবি সিনেপ্রেমীদের মনে এখনও নস্টালজিয়া। আজ ১৯ বছর পূরণ করল 'দেবদাস'। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে স্মৃতি ওস্কালেন শাহরুখ খান।
সোশ্যাল মিডিয়ায় 'দেবদাস'-এর সেট থেকে কিছু পুরনো ছবি শেয়ার করেন শাহরুখ খান। তিনি লেখেন, 'অনেক রাত পর্যন্ত শ্যুটিং, ভোরে উঠে শ্যুটিং আর অনেক কঠিন সমস্যা। কাজটা খুব মসৃণ হয়ে যেত মাধুরী দিক্ষীত, ঐশ্বর্য্য রাই ও জ্যাকি শ্রফ, কিরণ খেরের জন্য। আর হ্যাঁ, অবশ্যই সঞ্জয় লীলা ভনশালীর পরামর্শে। কেবল একটাই সমস্যা হত, বার বার ধুতি খুলে যেত আমার। আমাদের এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। দেবদাসের ১৯ বছর।'
অন্যদিকে আজ গোটা সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল দেবদাস ছবির স্মৃতিতে কার্যত ভরিয়ে ফেলেন সঞ্জয় লীলা ভনশালী। সেটের বিভিন্ন মুহূর্ত থেকে শুরু করে দেবদাস ছবির বিভিন্ন চরিত্রের আদলে পুতুল। সঞ্জয়ের প্রোফাইল দেবদাসপ্রেমীদের এক ঝটকায় যেন ফিরিয়ে দিলেন ১৯ বছরের পুরনো স্মৃতি।
কিছুদিন আগেই বলিউডে ২৯ বছর পূরণ করলেন শাহরুখ খান। ট্যুইটারে শাহরুখ লিখেছিলেন, '১৫ মিনিটে আমায় যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারেন, 'আমি উত্তর দেব'। ট্য়ুইটারে ট্যাগ করতে হবে আস্কএসআরকে হ্যাশট্যাগে। অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন করেন শাহরুখকে। কোনও প্রশ্ন মজার, আবার কোনও প্রশ্ন শাহরুখের জীবন সম্পর্কে। বেশিরভাগ অনুরাগীই জিজ্ঞাসা করেন, শাহরুখের নতুন ছবি কবে আসছে। এই প্রশ্নের উত্তরে শাহরুখ লেখেন, অনেক নতুন ছবির কথা চলছে। সদ্য 'পাঠান' ছবির বাকি অংশের শ্যুটিং শেষ করেছেন তিনি। কিন্তু অনুরাগীদের একটু অপেক্ষা করতে হবে শাহরুখের নতুন ছবির মুক্তির জন্য। একজন আবার প্রশ্ন করেন, 'রেড চিলিজ -এ কি তৈরি হচ্ছে?' উত্তরে এসআরকে লেখেন, 'মশলাদার কিছু ছবি'
একজন অনুরাগী লিখেছেন, 'আপনার বর্তমান মনের অবস্থা কী? উত্তরে শাহরুখ লিখেছেন, 'মুম্বইয়ের বৃষ্টির মত'। এক অনুরাগী প্রশ্ন করেন, '২০২০ সালে জীবন কতটা বদলেছে? উত্তরে শাহরুখ লেখেন, 'আমি কম কাজ করেছি আর আমার পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি।' এক অনুরাগী লেখেন, লকডাউনে আপনিও কি আমার মত কাজ হারিয়েছেন? উত্তরে শাহরুখ লেখেন, 'যে কিছু করে না তার মতো।'