মুম্বই: সলমন খানের ‘টিউবলাইট’ ছবিতে শাহরুখ কানের অভিনয়ের খবর তাহলে সত্যি। জানা যাচ্ছে, ছবিতে শাহরুখ থাকছেন জাদুকরের চরিত্রে।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘টিউবলাইট’-এর নায়ক সলমন হলেও শাহরুখকেও দেখা যাবে, তবে ক্যামিও চরিত্রে। বিষয়টি নিয়ে শাহরুখ ও ছবি নির্মাতারা স্পষ্ট কিছু না বলায় ধোঁয়াশা বাড়ছিল। এবার জানা গেছে, ছবিতে থাকছেন এসআরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ক্যামিও চরিত্রে জাদুকরের অভিনয় করবেন তিনি।
ছবিটি পরিচালনা করছেন কবীর খান, সলমনের কেরিয়ারে অন্যতম বড় হিট ‘বজরঙ্গী ভাইজান’ দিয়েছেন যিনি। এর আগে ‘করণ অর্জুন’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ একসঙ্গে দেখা যায় শাহরুখ-সলমনকে। তার ১৫ বছর পর শাহরুখের ‘ওম শান্তি ওম’-এ সলমনকে দেখা যায় ক্যামিও দৃশ্যে।
সলমন-শাহরুখ ছাড়াও ছবিতে রয়েছেন সলমনের ভাই সোহেল খান ও চিনা অভিনেত্রী জু জু। সাল্লু ‘টিউবলাইট’-এ এক প্রাপ্তবয়স্ক পুরুষের ভূমিকায়, যাঁর মানসিক বিকাশ ঘটেনি। ১৯৬২-র ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি।
‘টিউবলাইট’ মুক্তি পাবে ২৫ জুন।
সলমনের ছবিতে জাদুকরের ভূমিকায় শাহরুখ!
ABP Ananda, Web Desk
Updated at:
31 Jan 2017 08:46 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -