মুম্বই: ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি 'ডাঙ্কি'। এই বছর এ নিয়ে শাহরুখের তৃতীয় ছবি। আর ছবি মুক্তির পর থেকেই দেশজুড়ে ফের একবার কিং খান জ্বরে মাতোয়ারা অসংখ্য অনুরাগী। রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথম কাজ করলেন শাহরুখ। হিরানি আর খানের যুগলবন্দি কেমন জমল, তা দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। এই ২০২৩ যেন শাহরুখের কাছে সাফল্যের সময়। পরপর দুটি ছবি বেশ সাফল্য পেয়েছে বক্স অফিসে, আর তৃতীয় হিসেবে 'ডাঙ্কি'র (Dunki) দৌড় এখনও অব্যাহত। এর মাঝেই আগামী ছবির ঘোষণা করলেন শাহরুখ। জানালেন কবে থেকে শুরু হবে সেই ছবির শ্যুটিং!


কী জানালেন শাহরুখ? 


তথ্য বলছে, প্রথমদিনেই  'ডাঙ্কি' ৩০ কোটি আয় করেছে। তবে প্রভাসের 'সালার' ছবির সঙ্গে রীতিমত লড়াই করতে হচ্ছে 'ডাঙ্কি'কে। কারণ প্রথম দিনেই বাম্পার ওপেনিং করেছে সালার। ৯৫ কোটি আয় করেছে প্রথম দিনেই প্রভাসের ছবি। এবার আসা যাক মূল বিষয়ে। দ্বিতীয় দিনে ৪৯.২০ কোটি আয় করেছে শাহরুখের 'ডাঙ্কি।'  এরই মাঝে একটি সাক্ষাৎকারে শাহরুখ (Shah Rukh Khan) জানান আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদ পরের ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি। আর সেই ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ, ছবিতে তাঁর সঙ্গে নাকি একই ফ্রেমে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। ইতিমধ্যেই 'আর্চিস' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন শাহরুখ-কন্যা সুহানা খান (Suhana Khan)।


কোন চরিত্রে থাকবেন কিং খান?


সাক্ষাৎকারে শাহরুখ আরও জানিয়েছেন যে এবারের ছবিতে তাঁকে বয়সের সঙ্গে মানানসই একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাঁর অনুরাগীরা আশ্চর্য হবেন এটা শুনে যে 'জওয়ান' চরিত্রের বদলে এবার তিনি অভিনয় করবেন বয়স্ক মানুষের চরিত্রে। অনুরাগীরা কি আর তাঁদের পছন্দের অভিনেতাকে বুড়ো দেখতে পারবেন? তবে এই নতুন ছবিতেও একমেবাদ্বিতীয়ম নায়ক শাহরুখ নিজেই।


প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে  সময় লেগেছিল ১৩ দিন। সেখানে 'গদর ২' (Gadar 2) এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা।  এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' (Animal) ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেয়েছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পেয়েছে প্রভাসের 'সালার' (Salaar)। স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে প্রত্যেকটা ছবিরই।


আরও পড়ুন: Dunki: বক্সঅফিসে শাহরুখ ঝড়, দ্বিতীয় দিনে কত আয় করল 'ডাঙ্কি' ?