মুম্বই: আজ বলিউড বাদশা শাহরুখ খানের আদরের মেয়ে সুহানার ১৮ বছরের জন্মদিন। মেয়ের অষ্টাদশ জন্মদিনের আগে সোশ্যাল মিডিয়ায় মা গৌরী এই ছবিটি শেয়ার করেন। তারপর থেকেই ছবিটিতে লাইকের বন্যা বয়ে যায়। কার্যত অষ্টাদশী সুহানার থেকে চোখ ফেরাতেই পারছেন না নেটিজেনরা।
সুহানার আজ ১৮ বছরের জন্মদিনে নিশ্চয়ই কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে শাহরুখ-গৌরীর। সেই সারপ্রাইজ দেখার অপেক্ষায় রয়েছেন বাদশার ভক্তরা।