মুম্বই: শাহরুখ খানের ভক্তদের জন্যে সুখবর। সলমন খানকে হারিয়ে দিলেন বাদশা। প্রজাতন্ত্র দিবসে শাহরুখের ‘রইস’ বক্স অফিস থেকে যা সংগ্রহ করল, তা সলমন খানের ২০১৪-এ মুক্তি পাওয়া ছবি ‘জয় হো’-র চেয়ে বেশ খানিকটা বেশি। বাদশার ‘রইস’ প্রজাতন্ত্র দিবসে সংগ্রহ করেছে ২৬.৩০ কোটি টাকা। আর এই প্রজাতন্ত্র দিবসেই সলমনের ‘জয় হো’ ২০১৪ সালে বক্স অফিসকে ফিরিয়ে দিয়েছিল ২৬.২৫ কোটি টাকা। প্রসঙ্গত, এখনও পর্যন্ত বলিউডে প্রজাতন্ত্র দিবসে মুক্তিপ্রাপ্ত সমস্ত ছবির মধ্যে ‘রইস’-এর সংগ্রহই সবচেয়ে বেশি। সেদিক দিয়ে নয়া রেকর্ডও সৃষ্টি করল এই ছবি।
২০১৪ সালে সলমনের ছবি ‘জয় হো’-র বক্স অফিস কালেকশন ছিল এতদিন পর্যন্ত সর্বোচ্চ। আর সেই রেকর্ড ভাঙল ‘রইস’।
যদিও ট্রেড অ্যানালিস্টরা আশা করেছিলেন ‘রইস’ এই দিনে কুড়ি কোটির আশেপাশে ব্যবসা করবে। কিন্তু সমস্ত অঙ্ক মিথ্যে করে ‘রইস’-এর সাফল্যের ঘোড়া দ্রুত বেগে ছুট লাগিয়েছে। তবে হৃত্বিকের ‘কাবিল’-এর থেকেও ভাল লড়াই পাচ্ছে ‘রইস’ । প্রজাতন্ত্র দিবসে ‘কাবিল’-এর বক্স অফিস কালেকশন আঠারো কোটি।
সলমনকে হারালেন শাহরুখ! কিন্তু কোথায়, কীভাবে জানতে ক্লিক করুন এখানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jan 2017 12:44 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -