ঠিক তেমনই এক গাছ বাড়ি বা ট্রি হাউস উপহার পেয়েছে শাহরুখ খানের ৩ বছরের ছেলে আব্রাম। ওই বাড়িতেই থেকে খেলাধুলো করবে সে।
বাড়িটা ডিজাইন করেছেন সাবু সিরিল। শাহরুখের বাসস্থান মান্নতও তাঁরই ডিজাইন করা। আব্রামের মা গৌরী ইনটিরিয়র ডিজাইনার। তিনিই ছবিগুলি ইনস্টাগ্রামে দিয়েছেন।
ট্রি হাউসে চড়তে গেলে কাঠের সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। কাঠের মইয়ের বদলে বিশেষভাবে বানানো হয়েছে এই সিঁড়ি। হাউসের মধ্যে আব্রামের খেলাধুলোর আলাদা জায়গা যেমন রয়েছে, তেমনই রয়েছে তার খেলনাপাতি রাখার জায়গা।
আর কী! এবার পুতুল, খেলনা নিয়ে গুছিয়ে বসলেই হল!