কলকাতা: মুক্তির মাত্র ২ দিনের মধ্যেই বক্সঅফিস কালেকশনের ভিত্তিতে ভিকি কৌশলের (Vicky Kaushal) 'শ্যাম বাহাদুর' (Shyam Bahadur)-কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal)। হিসেবের দিকে একবার নজর রাখলে বোঝা যায়... এই ছবি টক্কর দিচ্ছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan) -কেও!


বক্সঅফিসে মুক্তি পাওয়া 'জওয়ান' উল্লেখযোগ্য ব্যবসা করেছিল। শাহরুখের এই ছবিটির প্রথম দিনের গ্লোবাল আয় ছিল ১২৬ কোটি। অন্যদিকে, রণবীরের অ্যানিম্যাল-এর প্রথম দিনের গ্লোবাল আয় ১২০ কোটি। বলাই যায়, শাহরুখের ছবিকে জোর টক্কর দিচ্ছে এই ছবি। দ্বিতীয় দিনে, এখনও পর্যন্ত এই ছবির উপার্জন হয়েছে ২৩৬ কোটি। শুধু ভারতের বাজারে হিসেব দেখলে, দ্বিতীয় দিনে এই ছবি শুধুমাত্র ভারতের বাজারে আয় করেছে ৬৫.৮৫ কোটি। প্রথমদিন ভারতে এই ছবির আয় ছিল প্রায় ৬১ কোটি। প্রথম ২ দিনে এই ছবি আয় করেছে ১২৯.৬৫ কোটি টাকা। সে দিক থেকে দেখলে, শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির নজির ভেঙে দিয়েছে রণবীরের অ্যানিম্যাল। অন্যদিকে, রণবীরের সঙ্গে মুক্তি পাওয়া ভিকি কৌশলের ছবি 'শ্যাম বাহাদুর' ২ দিনে আয় করেছে ৯ কোটি টাকা। সেই তুলনায়, রণবীরের ছবির ধারেকাছে আসে না এই ছবি।


এক বাবা ছেলের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল 'অ্যানিমল'  ছবির টিজার। সেখানেও একেবারে শেষে গিয়ে দেখা গিয়েছিল ববি দেওলের প্রবেশ, যা প্রভাব ফেলেছিল। ট্রেলারেও একেবারে শেষে গিয়ে গিয়েছিল তাঁর কয়েক ঝলক। যদিও তাতেই নিজের স্থান বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। সিনেমায় বিশেষভাবে ববি দেওলকে পেয়েছেন দর্শক, আর সেই কারণেই নির্মাতারা ট্রেলারেও তাঁর চরিত্রকে বিশেষ ভাঙেননি তাঁরা। 


মুক্তির পরে, এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। মূলত রণবীর কপূর অভিনীত 'অ্যানিমল' একটি পারিবারিক ড্রামা ঘরানার ছবি, কিন্তু সর্বোপরি এটি 'প্যারেন্টিং লেসন' অর্থাৎ অভিভাবকত্বের শিক্ষা। এই ছবি ইতিমধ্যেই ২৩৬ কোটি টাকা উপার্জন করা ফেলেছে। আর শোনা যাচ্ছে.. এই ছবির সত্ত্বা ইতিমধ্যেই কিনে নিয়েছে নেটফ্লিক্স। কিছুদিনের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির দিন। 


 






আরও পড়ুন: Subhasree Ganguly: হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা... দ্বিতীয়বার মা হওয়ার পরে কী অনুভূতি শুভশ্রীর?