কলকাতা: যে প্রেক্ষাগৃহে 'পাঠান' (Pathaan) মুক্তি পাবে, সেখানে চলবে না অন্য কোনও বাংলা ছবি, এই নিয়ম নাকি জারি করেছেন মুম্বইয়ের প্রযোজকেরা। আর তাই, সদ্য মুক্তি পাওয়া একাধিক বাংলা ছবি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে সবর হয়েছে টলিউড।                                                                                                                                                                                 


সদ্য একটি ফেসবুক লাইভ করে বাংলায় বলিউডের ছবি চলার নিয়ম নিয়ে সরব হয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য্য (Saheb Bhattacharjee)। অভিনেতা বলছেন, 'সাত হাজার হলে মুক্তি পাচ্ছে 'পাঠান।' আর মাত্র ৩০টা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলা ছবি। 'কাবেরী অন্তর্ধান' (Kaberi Antardhaan), প্রজাপতি (Projapoti)-র ছবি হাউজফুল হচ্ছে। এরমধ্যে বাংলাকে মাত্র ৫টা প্রেক্ষাগৃহ দেওয়া হলে প্রযোজকেরা লাভ করবেন কোথা থেকে! একটা ভাল বাংলা ছবি তৈরি করে, ব্যবসা করে পরে আবার একটা ভাল বাংলা ছবি বানাবেন, তবেই তো ইন্ডাস্ট্রি বাড়বে। চাকরি চুরি, টাকা চুরি.. সবই আমরা মেনে নিচ্ছি। বান্দ্রার অফিস থেকে বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলায় কী ছবি চালানো হবে। তাঁরা নির্ধারণ করে দিচ্ছে বাংলায় বাংলা ছবি চলতে পারে না। কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্রতে এটা করতে পারবেন? প্রশাসনের ওপর ক্ষোভ রয়েছে যে বাংলায় বাংলা ছবি নিয়ে কোনও পলিসি তৈরি হচ্ছে না। বাংলা ছবির যাত্রা শুরু করতে বেশ কিছু সময় লাগে। প্রথম দিনই মালা পরিয়ে দুধ ঢেলে শুরু হয় না বাংলা ছবি। প্রাইম টাইমে একটা বাংলা ছবিরও শো দেওয়া হচ্ছে না। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।'                                                                                                                                     


আরও পড়ুন: Pathaan News: মুক্তির দিনই 'পাঠান' অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ , ডাউনলোড করা যাচ্ছে এইচডি কোয়ালিটিতে!


অন্যদিকে গতকাল ফেসবুক লাইভ করে 'পাঠান'-এর জন্য বাংলা ছবি সরিয়ে নেওয়ার জন্য প্রতিবাদ জানিয়েছেন খোদ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। তিনি বলছেন, 'পাঠান আমরা সবাই দেখব। যাঁদের এই ছবির জন্য ব্যবসায় ক্ষতি হচ্ছে তাঁরাও পাঠান দেখবে। একজন সিনেমাকর্মী হিসেবে আমিও চাই শাহরুখ খানের এই ছবিটি সাফল্য পাক। কিন্তু তার জন্য বাংলা ছবি নামিয়ে নেওয়া আমার খারাপ লাগার জায়গা।'