কলকাতা: ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়ক তিনি। অনুরাগীদের একের পর এক উপহার দিয়েছেন হিট ছবি। তবে সহজ ছিল না এই সফরটা। একের পর এক ছবি থেকে বাতিল হয়েছেন তিনি। কেউ বলেছেন, তাঁকে নাকি কোনও নায়িকার সঙ্গেই মানাবে না, কেউ আবার বলেছেন, তাঁকে নায়ক বলে কেউ মেনেই নেবেন না! শাহিদ কপূর (Shahid Kapoor)। সদ্য তিনি একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রিতে তাঁর পা রাখার সেইসব দিনের কথা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহিদ বলেছেন, 'আমায় বিভিন্ন পরিচালক প্রযোজকের কাছে গিয়ে শুনতে হত, 'তোমার ছবি তো বক্সঅফিসে সাফল্য পাচ্ছে, কিন্তু তোমায় কোন হিরোইনের বিপরীতে কাস্ট করব? তোমায় তো সবার সামনেই বয়সে ছোট লাগবে। বাচ্চা লাগবে। আর তাছাড়া, তোমার মধ্যে যথেষ্ট পুরুষত্ব নেই। ফলে তোমায় যে কোনও হিরোইনের বিপরীতে কাজ করানো মুশকিল।'
এখানেই শেষ নয়, শাহিদকে শুনতে হয়েছিল, 'তোমার কিচ্ছু হবে না। কারণ ইন্ডাস্ট্রি ৫ বছরে মাত্র ১জন হিরোকেই মেনে নিতে পারে।' তিনি ইন্ডাস্ট্রিতে আসার ২ বছর আগে এসেছিলেন ঋত্বিক ও বিবেক। সবাই বলছিলেন, গত ৩ বছরে ২ জন হিরোকে ইতিমধ্যেই মেনে নিয়েছি ইন্ডাস্ট্রি। এরপরে আর কোনও হিরোকে জায়গা দেবে না।'
অথচ, এই সমস্ত প্রতিকুলতা পেরিয়েই নিজের জায়গা তৈরি করার জন্য অনবরত চেষ্টা করেছেন শাহিদ। ফলও পেয়েছেন হাতে নাতে। একের পর এক হিট ছবি, নায়িকাদের সঙ্গে দুর্দান্ত জুটি... শাহিদ প্রমাণ করে দিয়েছেন, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দর্শক.. সবাই ভালবেসেছেন তাঁকে।
সদ্যই 'জব উই মেট' ছবির একটি অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন শাহিদ। এই ছবি পরিচালনা করেছিলেন, ইমতেয়াজ আলি (Imtiaz Ali)। সেই সময় তিনি পরিচালনার জগতে বেশ নতুন। স্মৃতিচারণায় শাহিদ বলেছিলেন, প্রথম দিন ইমতেয়াজ তাঁর বাড়িতে আসেন ছবির চিত্রনাট্য নিয়ে। শাহিদ সেই চিত্রনাট্য হাতে নিয়ে দেখেছিলেন, সেখানে লেখা রয়ে, 'গীত' (Geet)। নায়ক জানতে চান, এই নামের অর্থ কী? ইমতেয়াজ জানান, এটি ছবির নায়িকার নাম। বিরক্ত হয়ে শাহিদ সেই চিত্রনাট্য ফিরিয়ে দেন। বলেন, এরপরে কোনও নায়ককে চিত্রনাট্য দিতে হলে, তার ওপর যেন কোনও নায়িকার চরিত্রের নাম না থাকে।
এর পরেরদিন আবার নতুন করে চিত্রনাট্য নিয়ে শাহিদের কাছে ফিরে আসেন ইমতেয়াজ। সেই চিত্রনাট্যের ওপরে লেখা ছিল 'ট্রেন'। চিত্রনাট্য গ্রহণ করলেও, নামটা মনে ধরেনি শাহিদের। সেই কথা তিনি জানান ইমতেয়াজকে। সেইসময়ে বাড়িতে বসে জলখাবার খাচ্ছিলেন শাহিদের বাবা পঙ্কজ কপূর (Pankaj Kapoor)। তিনিও যোগ দেন সেই আলোচনায়। শাহিদ ও ইমতেয়াজ এমন কোনও নাম খুঁজছিলেন যার অর্ধেক হবে হিন্দি, অন্য অর্ধেক ইংরাজি। তেমনটাই নাকি ছবির প্রেক্ষাপটের সঙ্গে মিলছে। পঙ্কজ কপূর জলখাবার খেতে খেতেই পুরো ছবির গল্পটা সংক্ষেপে শোনেন। তারপরে বলেন, 'ছবির নাম হোক জব উই মেট (Jab We Met)'। সেই নামটিই মনে ধরে সবার। অবশেষে সেই নামেই প্রকাশ পায় ছবিটি। ছুঁয়ে যায় মানুষের মন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন