মুম্বই: শাহিদ কপূর যে দুর্দান্ত ডান্সার তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু যোগ্য ডান্স পার্টনার এতদিনে পেয়ে গিয়েছেন তিনি।

কে শাহিদের সঙ্গে নাচছে বলুন তো? তাঁর ছোট্ট মেয়ে মিশা!

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষ্যে মেয়ের সঙ্গে নাচের একটি ভিডিও পোস্ট করেছেন শাহিদ। কিন্তু ভিডিওয় পরিষ্কার, বাবার থেকে অনেক ভাল নাচে পুঁচকে মিশা।

দেখা যাক সেই ভিডিও