শাহিদ কপূর প্রকাশ্যে আনলেন মেয়ে মিশার প্রথম ছবি!
ABP Ananda, Web Desk | 10 Feb 2017 01:00 PM (IST)
মুম্বই: মিশার প্রথম ছবি ফেসবুকে পোস্ট করলেন গর্বিত বাবা শাহিদ কপূর। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে বুকে নিয়ে আদর করছেন তার মা মীরা রাজপুত। শাহিদ বলেছিলেন, মেয়ের ছবি প্রকাশ্যে আনার জন্য কোনও অনুষ্ঠান খুঁজছেন তিনি। সম্ভবত ২৫ তারিখ নিজের জন্মদিনে মিশার ছবি পোস্ট করার কথা ভাবছিলেন। কিন্তু এত্ত মিষ্টি বাচ্চার ছবি কি বেশিদিন লুকিয়ে রাখা যায়!