মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত জুটি সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি থেকে অফস্ক্রিন কেমিস্ট্রি নজরকাড়া। দুই তারকার অনুরাগীরে সংখ্যাও চোখে পড়ার মতো। সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী একে অপরের সঙ্গে যে সম্পর্কে রয়েছেন, তা বি টাউনের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায়। শুধু তাই নয়, বহু সময় বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখাও যায়। কিন্তু সম্পর্কের কথা এখনও পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা। তবে, কিছুদিন আগেই কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ (Koffee With Karan) এসেছিলেন সিদ্ধার্থ মলহোত্র। সেখানেই কিয়ারা আডবাণীর সঙ্গে সম্পর্কের কথা আকারে ইঙ্গিতে মেনে নেন। আর এবার, সেই 'কফি উইথ করণ'-এই সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে নিয়ে গোপন তথ্য় দিলেন শাহিদ কপূর (Shahid Kapoor)।


সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে প্রসঙ্গে শাহিদ কপূর-


সম্প্রতি নেট দুনিয়ায় 'কফি উইথ করণ'-এর আগামী এপিসোডের একটি প্রোমো পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শাহিদ কপূরের সঙ্গে কর্ণ জোহরের শোয়ে এসেছেন কিয়ারা আডবাণী। সেখানেই হাসি, মজার মধ্যেই কিয়ারার আডবাণীর সঙ্গে সিদ্ধার্থ মলহোত্রর সম্পর্ক এবং তাঁদের বিয়ের ব্যাপারে নানা কথা বলতে দেখা যায় কর্ণ জোহর এবং শাহিদ কপূরকে। আর কথা বলতে বলতেই দুই তারকার বিয়ের গোপন তথ্য দেন 'জার্সি' অভিনেতা। 'কফি উইথ করণ'-এর আগামী এপিসোডের টিজারে সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কিয়ারা আডবাণী বলেন, 'আমি কোনও কিছুই অস্বীকার করছি না। আবার কোনও কিছুই স্বীকার করছি না।' এরপরই 'শেরশাহ' তারকা সিদ্ধার্থকে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেন কিয়ারা। তাঁর কথার পরই পাশে বসে থাকা শাহিদ বলে ওঠেন, 'ওরা দুজনেই সত্যি খুবই সুন্দর দেখতে জুটি।' সঙ্গে সঙ্গে অভিনেতার কথার পরিপ্রেক্ষিতে কর্ণ জোহর যোগ করেন যে, 'সন্তানও অসাধারণ হবে'। 'কফি উইথ করণ'-এর যে প্রোমো দেখা যাচ্ছে, তার একেবারে শেষে শাহিদ কপূরকে বলতে দেখা যাচ্ছে যে, 'বড় ঘোষণার জন্য তৈরি থাকুন। যা আসতে চলেছে চলতি বছরের শেষের দিকে। আর এটা কোনও ছবির কথা নয়।' শাহিদ কপূরের এই কথার পরই নেট নাগরিকদের আন্দাজ করতে অসুবিধা হচ্ছে না যে কোন বড় ঘোষণার ইঙ্গিত দিতে চাইলেন তিনি। তাহলে কি চলতি বছরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী? যদিও দুই তারকা এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করেননি। বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। বাস্তব জীবনে তাঁরা সম্পর্কে থাকার পর জুটি বেঁধেছেন পর্দাতেও। 'শেরশাহ' ছবিতে জুটি বেঁধে দেখা গিয়েছে তাঁদের। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিও নজরকাড়ে সেই ছবিতে। শোনা যাচ্ছে, শীঘ্রই তাঁরা ফের পর্দায় জুটি বাঁধবেন। কিছুদিন আগেই কিয়ারা আডবাণীর জন্মদিন উপলক্ষে দুবাই উড়ে গিয়েছিলেন দুই তারকা। সেখান থেকে তাঁদের ছবি নেট দুনিয়ায় প্রকাশ করেন তাঁদের অনুরাগীরাই।



আরও পড়ুন - Alia Bhatt's Update: প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পান আলিয়া ভট্ট?


প্রসঙ্গত, কর্ণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ' মানেই সেখানে থাকবে হয় কোনও তারকার বিতর্কিত মন্তব্য। আর না হয়, সেখানে কথাবার্তার মধ্যেই কোনও তারকার গোপন তথ্য ফাঁস হবে। এর আগে বহুক্ষেত্রেই এমনটা দেখা গিয়েছে যে, এই চ্যাট শোয়ে এসে কোনও বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বহু তারকা। তাই চলতি সিজন বেশ কয়েকজন অভিনেতা কর্ণ জোহরের শোয়ে আসতে রাজীও হননি বলে জানা যায়। কিছুদিন আগে কর্ণ নিজেই স্বীকার করেছিলেন যে, বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কায় রণবীর কপূর তাঁর শোয়ে আসতে চাননি।