মুম্বই: মায়ের কোলে মিশা। সন্ধে হচ্ছে, মা-মেয়ে দেখছেন সূর্যাস্ত। ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন শাহিদ কপূর।



কিছুদিন আগে সংসার সামলানো গৃহবধূদের নিয়ে শাহিদের স্ত্রী মীরা রাজপুতের একটি মন্তব্য বিতর্কের জন্ম দেয়। মীরা বলেছিলেন, তিনি যে চাকরি করেন না, ঘরে থেকে মেয়েকে সামলান, তাতে তাঁর লজ্জা নেই, বরং গর্ববোধ হয়। মিশা কুকুরছানা নয় যে তাকে দিনে ঘণ্টাখানেক সময় দিলেই চলবে।

এ নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন করেন, তাহলে যে মায়েরা চাকরি করেন, তাঁরা কি সন্তানদের কুকুরছানার সমতুল্য ভাবেন। মীরা অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি অভিনেতা নন, তাই পলিটিক্যালি কারেক্ট কথা বলার দায় তাঁর নেই। বিতর্কে শাহিদও দাঁড়িয়েছেন স্ত্রীর পাশে।