ট্রাফিক আইন ভেঙে জরিমানা দিলেন শাহিদ-পত্নী মীরা
ABP Ananda, web desk
Updated at:
08 May 2017 02:23 PM (IST)
NEXT
PREV
মুম্বই: রেস্তোরাঁয় থেকে বেরিয়ে সবেমাত্র গাড়িতে উঠেছেন মীরা রাজপুত। ঠিক তখনই গাড়ির জানালার কাঁচে টোকা দিলেন এক ট্রাফিক পুলিশ। কাঁচ নামাতেই ওই পুলিশকর্মী বলিউড অভিনেতা শাহিদ কাপূরের স্ত্রী মীরাকে বললেন, তাঁর গাড়ি নো-পার্কিং জোনে পার্ক করা ছিল। ট্রাফিক আইন ভাঙায় তাঁকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। কোনওরকম তর্কবিতর্কে না গিয়ে জরিমানা দিলেন মীরা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এক পুলিশ আধিকারিক বলেছেন, সাধারণত তারকারা বা তাঁদের পত্নীরা এ ধরনের আইন ভেঙে জরিমানা না দেওয়ার জন্য তর্ক করেন। কিন্তু অত্যন্ত বিনীত আচরণ করেন মীরা। জরিমানা দিতে বিন্দুমাত্র ইতস্তত করেননি তিনি।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -