মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খান তাঁর কেরিয়ারে একের পর এক গোল দিলেও, শেষ কয়েক বছরে তাঁর ভাঁড়ার কার্যত শূন্য। প্রসঙ্গত, একের পর এক ফ্লপ ছবিতে জর্জরিত বাদশার কেরিয়ার। এদিকে, তাঁর সমসাময়িক অভিনেতা যেমন সলমন খান, আমির খান, অক্ষয় কুমাররা একের পর এক ব্লকবাস্টার দিয়ে যাচ্ছেন। শাহরুখের শেষ কটা ছবি ‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘রইস’, কোনওটাই বক্স অফিসে সাফল্যের মুখে দেখেনি। এদিকে সলমনের ‘বজরঙ্গী ভাইজান’, ‘প্রেম রতম ধন পায়ো’, ‘সুলতান’ ব্লকবাস্টার হিট। আমিরের ‘ধুম থ্রি’, ‘পিকে’, ‘দঙ্গল’ও দর্শক এবং সমালোচকদের থেকে যথেষ্ট প্রশংসা পেয়েছে।

তাহলে কি এবার শাহরুখ নিরাপত্তাহীনতায় ভুগছেন? এই প্রশ্নের জবাবে বাদশা নিজের পুরনো মেজাজে উত্তর দিয়েছেন ‘আমি কোনও দিনই নিরাপত্তাহীনতায় ভুগি না’। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন রয়েছেন তিনি। অভিনেতা হিসেবে, প্রযোজক হিসেবেও। আর টিনসেল টাউনে তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে শাহরুখ মনে করেন, অভিনেতা এবং ছবি হচ্ছে জলের মতো। যে যাঁর নিজের জায়গা ঠিক খুঁজে নেন। মাঝেমধ্যে জল এদিক ওদিক গড়িয়ে গেলেও, আবার তাঁরা তাঁদের জায়গা খুঁজে পেয়ে যান।

শাহরুখ মনে করেন ছবি একমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্যেই তৈরি করা উচিত্। যদি ছবি দেখে মানুষ খুশিই না হয়, তাহলে সেই ছবি তৈরির কোনও মানে নেই শাহরুখের কাছে। তিনি মনে করেন দু থেকে আড়াই ঘণ্টা দর্শক যদি প্রেক্ষাগৃহে থাকেন, তাহলে তিনি চান দর্শক যেন তাঁর ছবিতে ডুবে থাকেন। আর সেটাই যদি তাঁর ছবি করতে সক্ষম হয়, তাহলেই খুশি বাদশা।

তবে নিজের এই দীর্ঘ কেরিয়ারে বহু ভাল এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন তিনি। কিন্তু তাঁর লক্ষ্য থেকে তিনি কোনওদিন সরেননি। গত বাইশ বছরে তিনি একাধিকবার শুনেছেন তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু তিনি নিজেকে ফের প্রমাণ করেছেন। শাহরুখ ছবি তৈরি করেছেন, অনেকসময় সেই ছবি দর্শকদের ভাল লেগেছে, অনেক সময় খারাপ। কিন্তু নিজের লক্ষ্য স্থিরই রেখেছেন।