কলকাতা: এই ছবির গানে রয়েছে বাংলাদেশের ছোঁয়া, আর সম্ভবত তাইই খুব সহজেই জনপ্রিয় হচ্ছে মানুষের কাছে। এর আগে, নতুন ছবি 'তুফান'-এর গান 'লাগে উরা ধুরা' বেশ জনপ্রিয়তা পেয়েছিল অনুরাগীদের মধ্যে। আর এবার, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও শাকিব খানের (Shakib Khan) নতুন ছবির দ্বিতীয় গান মুক্তি পেল, 'দুষ্টু কোকিল'। 


এই ছবিই মিমির প্রথম বাংলাদেশের কাজ। প্রথম গানটির মতো এটিও বেশ জমাটি গান। গানটি গেয়েছেন Kona ও Akassh। বাংলাদেশের বড়পর্দায় প্রথম এই গানটি চালিয়ে, অভিনবভাবেই মুক্তি পায় এই গানটি। বর্তমানে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে এই গান। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে এই গানটি, সোশ্যাল মিডিয়ায় এই গানের সঙ্গে তৈরি করা ইনস্টাগ্রাম রিল শেয়ার করে নিয়েছেন মিমি চক্রবর্তী। 


সদ্য, এই ছবির প্রচার করতে বাংলাদেশে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। শাকিব খানের সঙ্গে এই প্রথম কাজ করছেন তিনি। 'তুফান'-এ শাকিব খানের যে লুক প্রকাশ্যে এসেছে, তাতে বোঝা যায়, কেবল প্রেম নয়, অ্যাকশন সিকোয়েন্সেও রয়েছে এই ছবিতে। বাংলাদেশের মূলধারার ছবিতে নায়িকা হিসেবে মিমিকে দেখার জন্য তাঁর অনুরাগীদের আগ্রহ রয়েছেই। তবে এখনও প্রকাশ্যে আসেনি কলকাতায় ছবির মুক্তির দিন। 


এই গানের জন্য মিমিকে শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় নিজেই গান করে এই গানটি পোস্ট করেছেন তিনি। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন মিমিকে। গানটি মুক্তির পরে, ছোট থেকে বড় অনেকেই এই গানে রিল বানিয়েছেন। সেগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিয়েছেন মিমি। সেই সঙ্গে বাংলাদেশের মানুষদের উচ্ছ্বাসের ছবিও ভেসে উঠেছে মিমির স্টেটাসে। সেখানে দেখা যাচ্ছে, বড়পর্দায় চলছে দুষ্টু কোকিল গানটি আর তার তালে উচ্ছ্বসিত হয়ে মা মেলাচ্ছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপিংস শেয়ার করে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন মিমি।


 


 






আরও পড়ুন: Sonakshi Marriage: হবু জামাই জাকিরের সঙ্গে একফ্রেমে শত্রুঘ্ন, জোরকদমে চলছে সোনাক্ষীর বিয়ের তোড়জোড়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।